বাইরে গিয়ে দেশের নাম উজ্জ্বল করতে কয় জন ই বা পারে। কার ভাল লেগে থাকলে নিউজ টা শেয়ার করতে পারেন,ফানি কত কিছুই তো আমরা শেয়ার করি, দেশের নাম উজ্জ্বল করা,কোন বাদশাহ থেকে আন্তর্জাতিক সনদ পাওয়া যেন তেন কথা না। হয়ত নাচে গানে,সিনেমা করে এটা পাইনি তাই বলে কি মিডিয়া তে ওই ভাবে আসবে না? নাই বা আসুক আমরা নিজেরা কি শেয়ার করতে পারি না? ধর্ম এখানে মেইন ব্যাপার না ব্যাপার টা হল দেশের নাম উজ্জ্বল করা
আলজেরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় হাফেজ মহিউদ্দিন দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বিশ্বের ৬০টি দেশের বাছাইকৃত হাফেজরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
দ্বিতীয় স্থান অর্জনকারী বাংলাদেশের কৃতী এ হাফেজের হাতে আলজেরিয়ার বাদশাহ একটি আন্তর্জাতিক সনদ, ক্রেস্ট ও ১১ লাখ ২৮ হাজার আলজেরীয় দিনার পুরস্কারস্বরূপ তুলে দেন।
হাফেজ মহিউদ্দিন চাঁদপুর জেলার কচুয়া থানার মনপুরা গ্রামের শামসুল হক ও উম্মেহানির সন্তান। তিনি ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসার ছাত্র। এ মাদ্রাসার অপর দুই ছাত্র হাফেজ তানভীর ও হাফেজ সা’আদ সমুরাইল সৌদি সরকার আয়োজিত কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।
হাফেজ মহিউদ্দিন এর আগে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশন ও আরটিভিতে প্রচারিত কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। এছাড়াও বিভিন্ন সময় বেশ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হন তিনি।
তার এ সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার পরিবার মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করেছেন। সেই সঙ্গে তারা তার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন। হাফেজ মহিউদ্দিন একজন ইসলামি তাত্ত্বিক হতে চান।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।