আমাদের কথা খুঁজে নিন

   

বাজী

রাত জেগে এক ভীষন খেলা যা ছিল তার সব-ই সই, বায়ান্ন ঘোড়া বাজীর নেশায় উঠল ডেকে, ছুটল ছুট... প্রহর গড়িয়ে প্রহর ফুরায় অস্তমিত ভোর, তবু চোখ নিশ্চল, প্রতিপক্ষ দাঁড়িয়ে আকাশ তখনও, তুমি এসে দাঁড়ালে দরজায় ততক্ষনে যা না ছিল তাও হেরেছি, বায়ান্ন ভাঁজে ফলাফল ঘোষিত একজন বাদে সবাই দেউলিয়া! তারপর তুমি এসে দাঁড়ালে, বাবা এসে দাঁড়াল, খুকু এসে দাঁড়াল, বুঝলাম, এ এক তুমুল বাজী- সর্বস্বান্ত ফিরব না মরলেও, এবার বাজী তোমার চোখ বাবার চোখ খুকুর চোখ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।