আমাদের কথা খুঁজে নিন

   

কথায় চলা ক্যামেরা আনল স্যামসাং

ভ্যাম্পায়ার ওয়ারিয়র ০.১ অ্যাপলের সঙ্গে হেরে যাওয়ার পর নতুন করে মাঠে নেমেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। গত বুধবার জার্মানির বার্লিনে আইএফএ ট্রেড শোতে কণ্ঠস্বর নিয়ন্ত্রিত ক্যামেরা প্রদর্শন করে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে আরো এনেছে নতুন ট্যাবলেট ও স্মার্টফোন। প্রদর্শনীতে গ্যালাক্সি নোটের যে হালনাগাদ সংস্করণটি উপস্থাপন করেছে, তাকে বলা হচ্ছে ফ্যাবলেট। উইন্ডোজ আর টি অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটটি মোবাইলের তুলনায় বড় হলেও বাজারে প্রচলিত অন্যান্য ট্যাবলেটের তুলনায় ছোট।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত গ্যালাক্সি নামের কণ্ঠস্বর নিয়ন্ত্রিত ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। এতে ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন ইনস্টল করার সুযোগ থাকছে। আরো থাকছে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ছবি বিনিময়ের সুযোগ। 'আটিভ এস' নামের উইন্ডোজ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনও বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্যামসাং জানিয়েছে, পণ্যগুলো নিজের করে নিতে অক্টোবরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সুত্র-কালের কন্ঠ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.