আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্টঃ আমার ভ্রমন বিষয়ক ছবি ব্লগ ১ (জাফলং ভ্রমন)

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এটা আমার প্রথম পোস্ট, তাই ১ টু ভূমিকা দিয়ে নিই। সামু ব্লগ-এ আমার বিচরণ বছরখানেক আগে। এতদিন শুধু ব্লগ পরছি, অ্যাকাউন্ট খোলা হয়নি। ভাবলাম অ্যাকাউন্ট ১ টা খুলেই ফেলি, খুলে ফেললামও কিন্তু লেখার কিছু পাচ্ছিলাম না। গল্প কবিতা লেখা আমার কাজ না এটা অনেক আগেই বুঝে ফেলছি।

মাথার মধ্যে গল্প ঘোরে, মনে হয় লিখতে পারব কিন্তু কিছুক্ষণ পরই বুঝতে পারি ভুল পথে হাঁটছি। ব্লগে দেখি অনেকেই ভ্রমন বিষয়ক ছবি পোস্ট করে এবং এটা আমার জন্য মোটামুটি সহজ কাজ ছবি ব্লগ তৈরি করা। ছোটবেলা থেকেই ভ্রমন এর প্রতি আমার ভীষণ দুর্বলতা, তাই যখনই সুযোগ পাইছি ঘুরতে চলে গেছি। আমার ভ্রমন এর ৯০% ই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। একে একে সব অভিজ্ঞতা (ছবি বিষয়ক) শেয়ার করার ইচ্ছা আছে।

যদি ছবিগুলো কারও ভাল লাগে, উৎসাহ এবং সময় সুযোগ পাই তবে পরবর্তীতে আরও পোস্ট করবো। ভূমিকা অনেক হইছে, আসুন এখন জাফলং (সিলেট) ঘুরে আসি। অনেক সুন্দর একটি স্থান। অনেকেই হয়তো ঘুরে আসছেন, কিন্তু যারা যাননি তারা দেরি না করে সময় পেলেই ঘুরে আসুন সৌন্দর্যের এই লীলাভূমি থেকে। ছবিগুলো দেখে এর সৌন্দর্যের ৫% ও অনুভব করতে পারবেন না, তাই নিজ চোখে দেখে আসুন।

জাফলং যাওয়ার পথে চোখে পরবে নয়নাভিরাম সব দৃশ্য আঁকাবাঁকা , উঁচুনিচু রাস্তা, রাস্তার পাশের সৌন্দর্য অপূর্ব এরকম ছোটছোট নৌকায় নদী থেকে মানুষ পাথর, বালু সংগ্রহ করে এই ব্রিজ- পাহাড় ভারতের সীমান্তে, এগুলো বাংলাদেশে হলে আর ভাল হত এই নদীর জল এত আরামদায়ক ঠাণ্ডা যে এতে পা ডুবালে ক্লান্তি দূর হয়ে যাবে জাফলং এর কাছাকাছিই আছে এদেশের অনেক প্রাচীন চা বাগান, নামটা ভুলে গেছি অভিযাত্রীর দল পাহাড়ে উঠছে পাহাড়ের উপর থেকে জাফলং এর একাংশ ছবিতে দেখা পাহাড়ি জনপদগুলোও ভারতের পাথর ভাঙার কাজে ব্যাস্ত জাফলং এর নারীরা জাফলং ঘুরে আসার পথেই পরবে ভারত-বাংলাদেশের তামাবিল সীমান্ত, তাই এটাও মিস করবেন না তামাবিল এর কয়লা (এই কয়লা ওখানে উত্তলন করা হয় কিনা ভুলে গেছি, কেউ জানলে জানাবেন প্লিজ) ভারতের মেঘালয়, পাহাড়ি অই ব্রিজের রাস্তাটাই এখানে এসে মিসেছে এটা যেহেতু আমার প্রথম পোস্ট তাই সব ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং উৎসাহ পেলে আরও পোস্ট আসছে.........। বিঃ দ্রঃ সামু ব্লগে এখন আমি একজন সেফ ব্লগার, সেই আনন্দে আমার প্রথম পোস্টটা সবার সাথে আবার শেয়ার করলাম। কোনও ভুলত্রুটি হলে আবারও দুঃখিত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.