আমাদের কথা খুঁজে নিন

   

সাউথ আফ্রিকার মত বাংলাদেশকেও ক্রিকেটের সব ফরমেটে নাম্বার ওয়ান টিম হিসেবে দেখতে মন চায়। এক দিন আমরাও………………

প্রথম দল হিসাবে সাউথ আফ্রিকা ক্রিকেটের তিন ফরমেটে এক নাম্বার অবস্থানে । যে কাজ টা আগে কনো দল করতে পারেনি তা তারা করে দেখিয়ে দিল । এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, তাদের প্রাপ্য ধন্যবাদ তাদের দিয়ে দেয়া উচিত। ধন্যবাদ সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে । তাদের ক্রিকেট ইতিহাসটা একটু জানা দরকার ।

ইতিহাসটা এইরকমঃ ১৭০০ শতাব্দীর শেষের দিকে যখন বৃটেন ডাচদের নিয়ন্ত্রণ করা শুরু করেছিল সেই সময়ে দক্ষিন আফ্রিকাতে ক্রিকেটের প্রসার হওয়া শুরু হয়েছিল৷ ১৮০৮ সালের ৫-ই জানুয়ারি দক্ষিন আফ্রিকা প্রথম ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ খেলেছিল৷ এরপরে ধীরে ধীরে দক্ষিন আফ্রিকা ১৮৮৯ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পরে তৃতীয় শক্তি হিসেবে বিকাশ লাভ করেছিল৷ ১৮৮৯ সালে এই দেশ প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা শুরু করেছিল৷ কিছু রাজনৈতিক কারণ বশত দক্ষিন আফ্রিকা ১৯৯২ সাল পর্যন্ত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ থেকে বাইরে ছিল৷ ১৯৯৮ সালে চ্যাম্পিয়ান ট্রফি জয় বৃহত পদক্ষেপ ছিল৷ আইসিসি রেঙ্কিং-এ এই দল এখন সব ফরমেটে নম্বার ওয়ান৷ কিন্তু কোন মেগা ইভেন্ট এখনও পর্যন্ত প্রদর্শন করতে পারে নি৷হয়ত অচিরেই সেই অধরা ট্রপিও তারা পেয়ে যাবে। দক্ষিন আফ্রিকার সেরা খেলোয়াড় হলেন গ্রেইম পোলক৷ টেস্ট ইতিহাসে একমাত্র ডন ব্র্যাডম্যান গড় হিসেবে পোলকের থেকে এগিয়ে আছেন৷ সাউথ আফ্রিকা এর খেলোয়াড়রা হলঃ জি. সি. স্মিথ, জঁ পল ডুমিন, অ্যালভিরো পিটারস, কলিন ইনগ্রাম , ফাফ দু প্লেসিস ,অ্যালবে মর্কেল, বোথ, বার্নন ফিলান্ডার, জে. এইচ. কেইলস, এ. বি. ডে ভিলিয়ারস ,আর. জে. পিটারসন, অর্থোডক্স, ডেল স্টেই, মর্ন মর্কেল্ লোনাবো টস্টোবী, ডব্লু ডি আকমাল। আমরাও একদিন ওয়াল্ড কাপ জিতব সব ফরমেটে নাম্বার ওয়ান টিম হব এই প্রত্যাশায় থাকলাম। ক্রিকেট নিয়ে আমাদের বড় বেশি প্রত্যাশা। প্রত্যাশা হওয়াই স্বাভাবিক।

ক্রিকেট থেকে দেশ অনেক কিছুই পেয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের মাধ্যমে আমাদের সম্মান অনেক বেড়েছে। আমরা ১৯৯৯ সাল থেকে বিশ্বকাপ খেলছি। তার কিছু পর থেকেই টেস্ট খেলছি। এসময়ের মধ্যে ক্রিকেটে আমাদের অনেক উত্থানপতন ঘটেছে।

দেশের সুনাম বেড়েছে। ক্রিকেট নিয়ে আমাদের ভাবনাও বেড়েছে। খেলোয়াড়রাও পেয়েছে অনেক। এসব কিছুকেই আরো অনেক উঁচুতে নিয়ে গেছে ২০১১ এর বিশ্বকাপ। আমরা আয়োজক দেশের মর্যাদা পেয়ে তার সম্মানও দিতে সর্বোচ্চ চেষ্টা করেছি।

ফলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আমাদের ভূয়সী প্রশংসা করেছে। বিশ্বকাপের এসব কিছুই আমাদের সুনাম ও মর্যাদাকে অনেক গুণে বৃদ্ধি করেছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.