https://www.facebook.com/tanvir.mh রাস্তায় পাশে দাড়িয়ে পেশাব করতেছিলাম।
ছোটবেলার এক দোস্ত এখন সহকারি ইমাম তার চোখে ধরা পরলাম।
কিরে তানভীর তোর না বিশুদবারে জন্ম?
হ তো কি হইছে?
এতদিন জানতাম বিশুদবারে জন্ম নিলে মানুষ হুজুর হয় আর তুই খাড়াইয়া মুতস।
আসলেই তো দোস্ত।
দেখছস জগতের সবই উল্টা।
তুই ও তো হুজুর হইয়া গেলি বুধবারে জন্ম নিয়া আর আমি কি করি না করি। বুধবারে জন্ম নিলে মানুষ হয় চোর এটাই এতদিন জানতাম।
মানুষ এখন আর আল্লাহ খোদা মানেনা দুনিয়াটাই তাই শয়তানের হাতে গেছেগারে তানভীর।
যাই কছ না কেন বৃহস্পতিবার শুক্রবার এই ধরনের দিনে জন্ম নিলে যদি আসলেই কিছু হওয়া যাইতো তাইলে সব দম্পতি বিল গেটস,বারাক ওবামা কোনদিন জন্ম নিছে সেটা আগে বের করতো। তারপর আগে থেকেই মাষ্টার প্ল্যান নিয়ে আগাতো।
বাদ দে। ঘরের ভিতরে কাজ সারবি এখন থেকে।
দোস্ত হিন্দি সিনেমা দেখস?
আস্তাগফিরুল্লাহ।
হুন একটা কাহিনী কই হিন্দি সিনেমার।
৩ দোস্ত গাড়ি নিয়ে ঘুরতে গেছে।
হটাত ২ জনের চাপছে।
২জনই রাস্তার পাশে দাড়িয়ে গেলো আর অপর বন্ধুটি গাড়িতে বসে অপেক্ষা করছে।
গাড়িতে থাকা বন্ধুটি বললো বাসায় গিয়ে করলেই পারতি তরা। শুধু শুধু সময় নষ্ট পরিবেশ নষ্ট।
মুত্রবিয়োজনকারিদের উত্তর “আমরা হলাম বাঘ সিংহ কারণ বাঘ সিংহ কখনও বাসায় ছাড়েনা তারা এই প্রকৃতির মাঝেই ত্যাগ করে দেয়”।
শুনলাম কাহিনী।
দোয়া করি বড় ইমাম হ আবার দেখিস মসজিদের জুতা চুরির সহ সভাপতি হইস না। সামনের জুম্মায় আসবো বাতাসা রেডি রাখিস।
সামান্য নাপাক পানি দিয়ে সবাই প্রকৃতির সৌন্দর্য নষ্ট করবেননা আমাদের পরিবেশ দূষিত করবেননা এই কামনা করি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।