আমাদের কথা খুঁজে নিন

   

বুধবারে শুক্রের 'ভ্রমণ'

কি বলব বেশির ভাগ মানুষের জীবনে একবারই এ সুযোগ আসে। কারো কারো জীবনে কখনোই আসে না। এটি হচ্ছে- সূর্য ও পৃথিবীকে শুক্রের অতিক্রম। আগামী বুধবার সকালে আসবে এ মাহেন্দ্রক্ষণ। সূর্যের গোলাকার চাকতির পিঠে দেখা যাবে একটি ক্ষুদ্র কালো দাগ।

এটিই শুক্র। এরপর আবার এমন ক্ষণের জন্য অপেক্ষা করতে হবে ১০৫ বছর। বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৫২ মিনিট থেকে সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত দেখা যাবে এ বিরল দৃশ্য। সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সকাল ৭টা ৩২ মিনিটে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা- নাসা এবং ইন্টারন্যাশনাল স্পেস স্কুল এডুকেশন ট্রাস্টের সহযোগিতায় কলম্বাস স্টেট ইউনিভার্সিটির কোকা-কোলা স্পেস সায়েন্স সেন্টার (সিসিএসএসসি) ওয়েবকাস্ট (ওয়েবসাইটে প্রচার) করবে এ দৃশ্য।

এ পরিক্রমণের সম্ভাব্য সেরা চিত্র ধারণে বিশ্বের বিভিন্ন স্থানে টিম পাঠিয়েছে সিসিএসএসসি। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ও আটাহ অঙ্গরাজ্যে বিজ্ঞানীরা অবস্থান নেবেন। আর যুক্তরাষ্ট্রের বাইরে অস্ট্রেলিয়ার অ্যালাইস স্প্রিংস এবং মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে পাঠানো হবে একাধিক দল। এসব স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে মনোরম এ দৃশ্য পৌঁছে যাবে বিশ্ববাসীর কাছে। ভারতের নেহরু প্লানেটরিয়ামও শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে বিভিন্ন স্থানে এ দৃশ্য দেখার সুযোগ করে দিচ্ছে।

তা ছাড়া বিজ্ঞান প্রসার এবং ব্যাঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিক্সের সহায়তায় দিল্লির অ্যামেচার অ্যাস্ট্রোনমার অ্যাসোসিয়েশনের একটি দল এ দৃশ্য ওয়েবকাস্ট করবে। সূত্র : ইউএসএটুডে ও টাইমস অব ইন্ডিয়া অনলাইন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।