সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/
আ্যপল তাদের আগামী ১২ সেপ্টেম্বর এর ইভেন্ট এর জন্যে সাংবাদিকদের আমন্ত্রন পত্র পাঠিয়েছে। আমন্ত্রন পত্রে বড় আকারের "৫" চিহ্ন রয়েছে যা দেখে অনেকটাই ধারনা করা যাচ্ছে তারা তাদের পরবর্তি আইফোনের ঘোষনা দিতে যাচ্ছে ইভেন্টে।
সান ফ্রান্সিসকোর ইয়ারবা বুয়েনা পার্ক যা আ্যপলের প্রথাগত ইভেন্ট আয়জনের যায়গা, সেখানেই ইভেন্টটি অনুষ্টিত হবে। ইভেন্টটি প্যাসিফিক সময় সকাল ১০ টায় অনুষ্টিত হবে।
আইফোন ৫ নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি।
অনেকেই আইফোন ৪এস বাজারে আসার আগে ভেবেছিলেন আ্যপল এটাকে অন্যভাবে নতুন ডিজাইনে আনবে। তবে সমস্ত কল্পনাকে ভুল প্রমান করে আইফোন ৪এস বাজারে আসে পূর্ববর্তি ভার্সনের থেকে সামান্য নতুন ভাবে।
মূলত আইফোন ৪এস আইফোনের পঞ্চম ভার্সন। তবে আইফোন প্রত্যাশীরা পরবর্তি আইফোনকে আইফোন ৫ নামে নাম করন করেছে। গুজবও এটাকে আরো এগিয়ে নিয়েছে।
আর এসবে আ্যপল কখনোই কিছু নিশ্চিত করেনি।
নতুন আইফোনে যেসব ফিচার থাকতে পারে তা হল , বড় স্ক্রীন যা শোনা গেছে ৪ ইঞ্চির স্ক্রীন থাকবে আইফোন ৫ এ। আইফোনের ডক কানেক্টরটি ছোট আকারে থাকবে। এছারাউ থাকবে হাই স্পিড এলটিই কানেকশন।
তবে একটা জিনিস নিশ্চিত, আ্যপলের নতুন আইফোনে থাকবে নতুন অপারেটিং সিস্টেম আইওএস ৬।
তবে আ্যপল আরো নতুন পন্যের ঘোষনা দিতে পারে এই ইভেন্টে যেমন রেফ্রেশড আইপড। কোম্পানীটি এছারাউ আইপ্যাড মিনির ঘোষনা দিতে পারে বলে গুজব রয়েছে।
পূর্বপ্রকাশ : আগামী বুধবারে আসছে আইফোন ৫ ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।