”সব রাজাকারদের বিচার চাই” প্রাণ জুসের বোতলে এবার পাওয়া গেল শ্যাওলা জাতীয় ময়লা ও পোকা। আর এ জুস পান করে অসুস্থ হয়ে পড়েছেন এক যুবক। প্রাণের এ জুস বোতল পাওয়া গেছে বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানার ফরিদার পাড়ার বিসমিল্লাহ কুলিং কর্ণারে। সোমবার সন্ধ্যায় জুস পান করে অসুস্থ হয়ে পড়েছেন ফয়সাল নামের ওই যুবক। ---------------------- (http://www.newsevent24.com /2013/06/12)
প্রাণ জুসের একটি বোতলে লোহার নাট-বল্টু পাওয়া গেছে।
এ মুহূর্তে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে বোতলটি কর্ক (ছিপি) না-খোলা অবস্থায় রয়েছে। এর মধ্য দিয়ে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ দিকটি বেরিয়ে এলো। অনেকেই বলছেন, জুস বা এ ধরনের পানীয়ে প্রায়ই ভেজাল বা দূষিত পদার্থ পাওয়া যাচ্ছে। --------------------- (http://www.newsevent24.com /2013/06/11)
প্রাণ ম্যাঙ্গো জুসে এ পর্যন্ত একাধিকবার ক্ষতিকর মাত্রায় ফরমালিন পাওয়া গেছে। ফরমালিন মিশ্রিত প্রাণ ম্যাঙ্গো জুস বিক্রি করায় গত ৭ ডিসেম্বর চট্টগ্রামে নগরীর দুইটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমানা করেছিলো।
অভিযানে ফ্রুটো জুসে ক্ষতিকর মাত্রায় (২.৩০ পিপিএম) ফরমালিন পাওয়া যায়।
এরও আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) জানিয়েছে, ‘প্রাণ’-এর কোনো ফ্রুট ড্রিংকসে অন্তত ১০ শতাংশ আসল ফলের রস থাকার কথা থাকলেও তাতে এর আদৌ কোনো উপাদানই নেই। এসব পণ্য হলো ম্যাংগো, অরেঞ্জ, লেমন, স্ট্রবেরি, লিচি, অ্যাপল, পাইনঅ্যাপল ও ফ্রুট ককটেল। শুধু কৃত্রিম সুগন্ধী প্রয়োগ করে এসব ড্রিংকস তৈরি করা হয়।
অথচ এত কিছু থলের বিড়াল বের হয়ে আসার পরও সরকার নিরব কেন তা আমাদের বুঝে আসে না।
জনগনের সাথে প্রান কোম্পানি যে প্রতারনা করছে, বাংলার জনগনের স্বাস্থ্য নিয়ে যে ছিনিমিনি খেলছে; তার দেখার দায়িত্ব কি সরকারের নেই? হাজারও প্রমান থাকার পরও কেন প্রতারক ও আত্বঘাতী প্রান কোম্পানি বন্ধ ঘোষনা করা হচ্ছে না, তা জনমনে প্রশ্নও দেখা দিয়েছে।
অতএব সরকারের উচিত হবে দ্রত এই আত্বঘাতি কোম্পানির সমস্ত কিছু বাজেয়াপ্ত ঘোষনা করা। কেনানা জনগনের সু-স্বাস্থ্য নিশ্চিত করা সরকারের জন্য জরুরী দায়িত্ব-কর্তব্য। আর প্রতারক কোম্পানিকে জনগন কখনই মেনে নিবে না। বন্ধ হলে সরকার জনগনের কাছে সাধুবাদ পাবে ইনশাআল্লাহ।
যা সরকারের জন্যও বড় উপকার হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।