প্রসঙ্গঃ ফরমালিন
-মাহফুজ খান
সরকার যদি চোখ-কান বন্ধ করে বসে থাকে তখন নিজের প্রিয় দেশটির জন্য খুব মায়া হয়। আমি বুঝিনা সরকার কেন বুঝতে চায় না যে, ফরমালিন মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশের জনগন গরীব হতে পারে। তিন বেলার জায়গায় এক বেলা খেতে পারলেও খুশী। কিন্তু সেই খুশিটা মলিন হয়ে যায় যখন সে জানতে পারে, সে যে খাবারটা খেয়েছে তাতে ফরমালিন রয়েছে।
এত কষ্টের পরিশ্রমের অর্থ দিয়ে সে মূলত পরিবারের জন্য তাজা বিষ কিনে আনছে এবং তা না জেনেই খাচ্ছে। আগে শুনতাম ধান্ধাবাজ ব্যবসায়ীরা মাছ বা মাংসে ফরমালিন মেশায়। কিন্তু ইদানিং যা শুনছি বা খবরে দেখছি তা যদি সরকারের কানে না পৌছায় তাহলে একথা বলতে আমার আর একবিন্দু দ্বিধা নেই যে সরকার চোখ-কান বন্ধ করে বসে আছে। দেশের মানুষ এখন সেমাইয়ে ফরমালিন মেশাচ্ছে। কাল ফল, সবজিসহ সব ধরনের খাবারে ফরমালিন মেশাবে।
সরকারের জানা উচিত ফরমালিনের প্রভাবে ক্যান্সারসহ কিডনি ও লিভারের নানা জটিলতা দেখা দিতে পারে। খাদ্যে ফরমালিন মেশানো মৃত্যুদন্ড যোগ্য আইন হওয়া উচিত। সরকার হেফাজত ইসলাম, জামায়াত-ই-ইসলাম সহ বিভিন্ন দলের লাইসেন্স বাতিল করতে পারে কিন্তু এসব ধান্ধবাজ অসাধু ব্যবসায়ীদের লাইসেন্স বাতিল করতে পারে না। তাহলে কি একথা ভাবা আমাদের অন্যায় হবে যে, সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার অভিনয় করছে। ঘুষ খেয়ে কিছুটা বাড়তি আয়ের লোভে পুরো জাতিটাকে যে ক্যানসারের রোগী বানিয়ে পঙ্গু করে ফেলছে, এ ব্যাপারে যেন কারো কোন চিন্তা-ভাবনা নেই।
সরকার সহ সকল গণমাধ্যমের উচিত খাদ্যে ফরমালিন এবং ভেজাল মেশানোর কুফলতা জাতির সামনে গুরত্বের সাথে তুলে ধরা। আর দেশের মানুষের বুঝা উচিত যে, খাদ্যে ফরমালিন মিশিয়ে আমার আমাদের ভবিষ্যৎ জাতিকে পঙ্গু করে দিচ্ছি। দেশকে আরও পিছিয়ে দিচ্ছি। তাই চলুন একটি সুন্দর ভবিষ্যত বাংলাদেশের জন্য আমরা আমাদের হীন স্বার্থকে বিসর্জন দিতে শিখি। জয় হোক বাংলার মানুষের, জয় হোক সচেতনতার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।