প্রচারে : স্যানিটারী ইন্সপেক্টরস এসোসিয়োশন অব বাংলাদেশ (সিয়াব) ফরমালিন কি? ক) ফরমালিন এক ধরণের রাসায়নিক পদার্থ,যা আগেকার দিনে জীবাণুনাশক হিসাবে ব্যবহার করা হতো।কর্তমানে প্রিজারভেটিভ(সংরক্ষণকারী) হিসাবে ব্যবহত হয়। যে সকল ধরণের পদার্থ যেমন-মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ (লিভার,কিডনী,হার্ট,ব্রেইন,ফুসফুস ইত্যাদি) এবং কোন প্রাণীর মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। খ) ফটোগ্রাফিতে রঙ্গিন নেগেটিভ ফিল্ম তৈরীতে ব্যবহার করা হয়। গ) ব্যাকেটেরিয়া নাশক বিধায় কসমেটিকস তৈরীতে ব্যবহার করা হয়। মানুষের দেহে ফরমালিন কি ক্ষতি করে? ক) এটি মানুষের দেহে প্রবেশ করে বিষক্তি তৈরী করে,এলার্জি ও ক্যান্সার সৃষ্টি করে। খ) ফরমালিনযুক্ত খাদ্য খেলে ক্লাল্তিবোধ, অবসন্নতা,ঝিমানী,রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। গ) বিলম্বিত ক্রিয়া হিসাবে লিভার, কিডনী, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ নষ্ট হতে পারে। খাদ্যে ফরমালিন কিভাবে বুঝবেন? ক) মাছে মাছি বসবে না খ) মাছ,মাংস,ফল সহজে পচবে না গ) ফরমালিনযুক্ত খাদ্যে ফরমালডিহাইডের ঝাঁঝাঁলো গন্ধ পাওয়া যাবে। আমাদের করণীয়? ক) ফরমালিনযুক্ত খাদ্য না খাওয়া খ) ফরমালিন-এর ভয়াবহতা সম্পর্কে বন্দু-বান্দব,আত্মীয়-ম্বজন,পাড়া-প্রতিবেশীদেরকে জানানো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।