ক্ষুদ্র এই জীবনে অনেক কিছুই করতে চাই, কিন্তু পারি না। আর কিছু কথা আছে, যা হয়ত বলা যায় না, লিখে প্রকাশ করাই একমাত্র পথ। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি এই নাইকন D5100 টা কিনেছিলাম প্রায় ৪ মাস আগে, ইউকে থেকে, ব্র্যান্ড নিউ হিসেবে। কিন্তু এটাতে (কিট লেন্স ,১৮-৫৫) নাকি ফাঙ্গাস পড়েছে, এক ফ্রেন্ড তাই বলল।
কারন ছবি কিছুটা সফট আসে মনে হল। পরে আমি লেন্স খুলে আলোতে নিয়ে দেখলাম যে, কিছুটা মাকড়সার জালের মতন আছে! এখানে বলা ভাল যে, আমার রুম এ এটাচড বাথরুম, তাই মনে হয় কেমন জানি একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। (এসি’র কারনেও হতে পারে!)
আমার প্রশ্ন হল:
১। এভাবে যদি ইউজ করি, তাহলে পিকচার সফটনেস ব্যতীত আর কোন প্রবলেম আছে নাকি?
২। আর কোথায়, ঠিক করাব?
৩।
ঠিক করালেও কি আগের মতন শার্প পিকচার আসবে?
৪। ইন্টারনেট এ দেখলাম যে, হয়ত কিছুদিন কড়া রোদ এ দিলে ঠিক হতে পারে। কিন্তু ঠিক বুঝতেছি না।
ব্লগের এক্সপার্ট ভাই/ বোনেরা কেউ কি আছেন? থাকলে একটু বললে উপকার পেতাম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।