আমাদের কথা খুঁজে নিন

   

কানকাটা রনি যখন ছিঁচকে চোর, এলাকাবাসীর তখন ঘুম হারাম, সমাধান কী? - যন্ত্রগণক.কম এর সিকিউরিটি ১০১ কোর্সের ৭ম লেকচার - থ্রেট মডেলিং

জাদুনগরের কড়চা পাড়ায় ইদানিং পাতি মাস্তান কানকাটা রনির উপদ্রব বেড়ে গেছে। আগে কানকাটা রনি ছিলো নামকরা সন্ত্রাসী, কিন্তু সরকার বদলের পর র‍্যাব ও পুলিশের হাতে দুইবার ডলা খেয়ে ক্রসফায়ারের ভয়ে পড়ে কানকাটা রনি বড়সড় মাস্তানী ছেড়েছে। কিন্তু তাতে এলাকাবাসীর কষ্ট আরো বেড়েছে, কারণ কানকাটা রনি এখন ছিঁচকে চোর বনে গেছে। আজ এর বাসা থেকে ছাগল চুরি যাচ্ছে, কাল ওর বাসা থেকে হাড়ি পাতিল, আর পরশু অন্য কারো বাসা থেকে গায়েব হচ্ছে টু-ইন-ওয়ান। এলাকার সব ম্যানহোলের ঢাকনা গায়েব, কানকাটা রনি সব গাপ করে দিয়ে বেচে দিয়েছে লোহালক্কড়ের দোকানে।

তাই পাড়ায় এখন বেশ শোরগোল পড়ে গেছে। কেউ লাগাচ্ছে কাঁটা তারের বেড়া, কেউ আবার কিনে আনছে মারকুটে ডালকুত্তা, আবার অন্য কেউ রাখছে দুইটা করে দারোয়ান। তার পরেও চিন্তা যায়না, ঘুম হয়না মানুষের, কানকাটা রনি এই এলো বলে, চিপাচাপা দিয়ে ঢুকে কলাটা মুলাটাও হাপিস করে দিলো বোধহয়। ঘুম না হওয়াদের দলে চৌধুরী সাহেবও আছেন। বাড়িতে সোনাদানা কম নাই, আবার বাজারের দোকান থেকে প্রতিদিনের পাওয়া টাকাও জমা থাকে বাসায়।

ডালকুত্তা, দারোয়ান এসবের পেছনে কম টাকা ঢালছেন না, তার পরেও চিন্তা যায়না। কীভাবে সম্পত্তি বাঁচাবেন চোট্টা কানকাটা রনির কাছ থেকে, বাড়ির নিরাপত্তায় কোনো ফাঁক-ফোকর রয়ে গেলো কি না, সেই চিন্তায় গত ৩ দিন ঘুমাতে পারেননি। ------- চৌধুরী সাহেবকে আমরা কীভাবে সাহায্য করতে পারি? কীভাবে ধাপে ধাপে তাঁর সম্পত্তির নিরাপত্তার ব্যাপারটা এমনভাবে নিশ্চিত করতে পারি যাতে কানকাটা রনির সব ফন্দি-ফিকিরকে ঠেকিয়ে রাখা যায়, নিরাপদে রাখা যায় বাড়ির সবকিছুকে? যন্ত্রগণক.কম সাইটে কম্পিউটার সিকিউরিটি ১০১ কোর্সের ৭ম লেকচারটির বিষয়বস্তু হলো নিয়মতান্ত্রিকভাবে ধাপে ধাপে কম্পিউটার সিস্টেমের নিরাপত্তাকে পর্যালোচনার পদ্ধতি, তথা থ্রেট বা হুমকিকে সিস্টেম্যাটিকভাবে মোকাবেলা করার পদ্ধতি নিয়েই। বিস্তারিত দেখতে হলে লেকচারের পাতায় দেখুন। বিশেষ দ্রষ্টব্য - কোর্সের অনেকটা দূর আমরা পার হয়ে এসেছি, আর মাত্র ২টি লেকচার বাকি আছে।

এপর্যন্ত যা পড়ানো হয়েছে এবং লেকচারে আর যা পড়ানো হবে, তার বাইরে আপনাদের কোন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ থাকলে কমেন্টে সেটা লিখুন। আমি চেষ্টা করবো, সিকিউরিটির প্রাথমিক বিষয়গুলোর সবই বাকি লেকচারে অল্প করে হলেও আলোচনা করতে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।