আমাদের কথা খুঁজে নিন

   

কানকাটা রনি এবং চাঁদার ফোন - যন্ত্রগণক.com এর পাঠ ৪ – অথেন্টিকেশন বা পরিচয় যাচাইকরণ

জাদুনগরের কড়চা ধরুণ, একদিন মোবাইলে ফোন পেলেন, “কে” বলার পরে অন্য পাশ থেকে খোনা গলায় কেউ একজন দাবি করলো, সে হলো “সুইডেন রনি” ওরফে “কানকাটা রনি”, ১০ লাখ টাকা আর একটা ছাগল চাঁদা হিসাবে যেন কালকে রেডি রাখেন। এখন এই ফোনটা যে আসলেই “কানকাটা রনি” করেছে, তার প্রমাণ কী? আপনি যদি কানকাটা রনির গলা আগে থেকেই চেনেন, তাহলে অন্য ব্যাপার, কিন্তু রনির ইয়াবার আখড়ায় না গিয়ে থাকলে কীভাবে বুঝবেন এই গলার মালিক রনি?" অথেন্টিকেশন বা পরিচয় যাচাই করা নিয়ে যন্ত্রগণক ডট কমে কম্পিউটার সিকিউরিটি ১০১ কোর্সের ৪র্থ লেকচার। http://jontrogonok.com/?p=136' target='_blank' >পুরা লেকচারটি পাবেন এইখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।