আমাদের কথা খুঁজে নিন

   

কল অফ ডিউটি ফ্যানরা কই, বাংলা কড গেমারদের র‌‌্যাপ শুনে যান

I realized it doesn't really matter whether I exist or not. আমার কিছু গেমার ফ্রেন্ড আছে। গেমার মানে আমার মতো কালেভদ্রের গেমার না, হার্ডকোর গেমার। বিশেষ করে ফিফা ১১, কাউন্টার স্ট্রাইক আর কল অফ ডিউটি হচ্ছে তাদের সারাদিনের ডাল-ভাত। তাদের সঙ্গে একদিন খেলার অভিজ্ঞতা নিয়ে আগেও একটা পোস্ট লিখেছিলাম । তো গেমরেঞ্জারে এদের বিশাল একটা টিম অনলাইন মাল্টিপ্লেয়ার গেমে।

অনেকেই জানবেন যে হ্যাকারদের মতো গেমাররাও রুমে বিভিন্ন ধরনের নিক নিয়ে খেলে। ওদেরও কিছু নিক আছে। আজ দেখা হওয়ার পর ওদের খেলার কাহিনী শোনার পাশাপাশি জানলাম যে ওরা নিজেরা কডের স্টোরি নিয়ে নাকি র‌‌্যাপও বের করেছে। আমি নিজে র‌‌্যাপের অতো ভক্ত না তবে মাঝে মাঝে শুনতে ভালোই লাগে। বেশিরভাগই মেজাজ খারাপ হয়।

আর বাংলাগুলোর অধিকাংশ তো শোনারই অযোগ্য (যদিও কলেজ ক্যান্টিনে ওগুলোই চলতে শুনি )। তো যাই হোক, কডের হার্ডকোর ফ্যানরা গানটা শুনে বেশি মজা পাবেন যারা গেমের বিভিন্ন টার্ম বোঝেন (যেমন ক্যাম্পার, আমি জানতাম না ক্যাম্পার মানে কী। পরে শুনলাম এটা তাদের বলা হয় যারা লুকিয়ে লুকিয়ে আক্রমণের সুযোগ খোঁজে )। তো ডাউনলোড করে নিন এখনই। https://www.box.com/s/18b18fa67dfdc1d930d0  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।