আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড অ্যাপস কথনঃ বাস্কেটবল শুট

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   বাস্কেটবল শুট অ্যাপসটি গুগল স্টোরে পাবেন গেমস ক্যাটাগরির স্পোর্টস অংশে। গেমটি ডেভলপ করেছে এন্ড্রয়েড অ্যাপস ডেভলপার রানার গেমস।

অ্যাপসটির রেটিং প্রায় আড়াই লক্ষ ব্যবহারকারীর ভোটে ৪.৬ এবং এটি প্রায় কয়েক কোটি বার ডাউনলোড করা হয়েছে। একদমই ছোট সাইজের এই অ্যাপসটি সময় কাটানোর ভালো একটা মাধ্যম হতে পারে। খেলাটির সাথে আসল বাস্কেট বলের খেলার সম্পূর্ণ মিল নেই, শুধুমাত্র আপনাকে নিশানা করে বলটি বাস্কেটে ফেলতে হবে। গেমটিতে পদার্থবিদ্যার ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। নির্দিষ্ট কোণে সঠিক গতিতে বল ছুড়েই আপনাকে নিশানা ভেদ করতে হবে।

অ্যাপসটির সুন্দর দিক হচ্ছে এর নিয়ন্ত্রন খুবই সহজ, যেকেউ এটি খেলতে পারবেন। বিভিন্ন লেভেলে এয়ারপোর্ট, জিমনেশিয়াম, বিচসহ বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পাবেন। সব থেকে আকর্ষণীয় ব্যাপার হল এখানে বিভিন্ন বাধা পার করে আপনি বিভিন্ন বল আনলক করতে পারবেন যার ফলে আপনি ফুটবল, বেজবল এমনকি তরমুজ দিয়েও বাস্কেট করতে পারবেন। এছাড়া মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড তো থাকছেই। গেমটি খেলার সময় ইন্টারনেট কানেক্টিভিট বন্ধ করে রাখলে অ্যাডের অত্যাচার এড়াতে পারবেন।

গেমটিতে তেমন কোনও খুত থাকলেও আলাদা এক্সিট বাটন না থাকায় গেমটি বন্ধ করার পর তা এক্সিট নাকি মিনিমাইজ হল তা আলাদা করে দেখতে হবে। অ্যাপসটি আপনার এন্ড্রয়েড ফোন ছাড়াও এন্ড্রয়েড ট্যাবেও কাজ করবে সুন্দরভাবে। অ্যাপসটির মাত্র ৩.২কিলোবাইটের সর্বশেষ ভার্শন ১.১২ আপনার এন্ড্রয়েড এর জন্য একদম বিনামুল্যে নামাতে পারবেন এই লিঙ্ক থেকে। অ্যাপসটির ব্যাপারে আপনাদের যেকোনো মতামত জানান আমাদের। এছাড়া মোবাইল বিষয়ক পোস্ট পড়তে এবং শেয়ার করতে এখনই যোগ দিতে পারেন মোবাইল খুঁটিনাটি তে।

এবং এই পোস্টটির ব্যাপারে ভালো লাগা জানাতে ভুলবেন না। ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.