নিজ ঘরে পরবাসী ইদানিং আমার এক্সপেরিয়া মিনি প্রো তে যে সমস্যাটা পাচ্ছি সেটা হল ফোনের বিল্ট ইন মেমরি ফুল হয়ে যাওয়া। টাস্ক মেনেজার বা রিস্টার্ট দিলেও কিছুক্ষন পর আবার ফুল হয়ে যায়। এমন নয় যে সবগুলো এ্যাপ্লিকেশন ফোন মেমরিতে সেভ করা, কারন APP2SD দিয়ে এ্য্যাপ গুলো মেমরি কার্ডে ট্রান্সফার করেছি। কিন্তু কোন কারনে মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছি না। গুগলে দেখলাম CyanogenMod নামের ওএস এ এই সমস্যাটা হয় না। যতটুকু বুঝলাম এটা একটা কাস্টম ওএস; কিন্তু এর সুবিধা/অসুবিধা সম্পর্কে কোন ধারনা নেই। যদিও ফোনটা রুটেড এবং বুটলোডার আনল্কড; কিন্তু কিভাবে CyanogenMod ওএস ইন্সটল করা লাগে তা সম্পর্কে কোন ধারনা নেই। যদি কেউ কোন আইডিয়া দেন তাইলে লাভ হত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।