ধুর
এন্ড্রয়েড! নতুন করি পরিচয় করিয়ে দেবার কিছু নেই। কোন রকম দ্বিধা ছাড়াই বলে দেওয়া যায় যে বর্তমান সময়ের সব থেকে প্রচলিত এবং সব থেকে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিষ্টেম হচ্ছে এন্ড্রয়েড। সম্প্রতি গুগল ঘোষণা দিল যে এন্ড্রয়েড এনাবেল্ড মোবাইলসেট-ট্যাব মোট ১ বিলিয়নের বেশি এক্টিভ হয়েছে, এবং প্রতিদিন নতুন নতুন ডিভাইস এক্টিভ হচ্ছে। আর ঠিক এই সময়ে গুগল ঘোষনা করল তাদের পরবর্তি ভার্সনের নাম! এন্ড্রয়েড ৪.৪ – কিটক্যাট। বরাবরের মতই এবারও গুগল তাদের এন্ড্রয়েড ভার্সনের নাম রাখল খাবার দিয়ে, তাও মিষ্টি খাবার। নাম দেখেই হয়ত ধারণা করে ফেলেছেন যে কিটক্যাটতো একটা চকলেট ব্রান্ডের নাম, তাহলে কি গুগল ঐ চকলেট ব্রান্ডের সাথে কোন চুক্তি করেছে? হ্যাঁ, ঘটনা তাই ঘটেছে। কিটক্যাটের প্রতি প্যাকেটে লুকিয়ে আছে কোড! যা দিয়ে কেউ জিততে পারবে এন্ড্রয়েড প্লে ষ্টোরের জন্য ক্রেডিট অথবা নেক্সাস ট্যাব!
আরও বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।