আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ আফ্রিকা ও কানাডায় ইসরাইলি পণ্য বর্জন

অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে ইসরাইলে তৈরি সব পণ্য বর্জনের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। দেশটির সরকার জানিয়েছে, পশ্চিম তীর ও জেরুজালেম থেকে ইহুদিবাদী ইসরাইল যেসব পণ্য তৈরি করছে তা আমদানি করা হবে না। যে সব পণ্যের গায়ে 'মেইড ইন ইসরাইল' লেবেল জড়ানো রয়েছে তাও বর্জন করবে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা সরকারের মুখপাত্র জিমি ম্যানি জানান, অধিকৃত ফিলিস্তিনে উতপাদিত কোনো পণ্য তার দেশ গ্রহণ করবে না। গত মে মাস থেকেই ইসরাইলি পণ্য বর্জনের কথা চলছিল বলে জানান জিমি ম্যানি।

একইভাবে কানাডার বৃহত্তম প্রোটেস্ট্যান্ট চার্চ অধিকৃত পশ্চিম তীরে উতপাদিত ইসরাইলি পণ্য বর্জনের পদক্ষেপ নিয়েছে। গত ১৫ আগস্ট কানাডার চার্চটি ইহুদি পণ্য বয়কটের বিষয়ে একটি প্রস্তাব দেয়। তার দু'দিন পরই রাজধানী অটোয়াতে চার্চটির সাধারণ সম্মেলনে ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত হয়। ইসরাইল দীর্ঘদিন ধরেই কসমেটিকস, প্লাস্টিক ও নানা ধরনের কোমল পানীয় প্রস্তুত ও বিশ্বব্যাপী রপ্তানি করে আসছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বহু সংস্থা ও দেশের আপত্তি সত্ত্বেও ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে বসতি নির্মাণ ও স্থাপনা তৈরি অব্যাহত রেখেছে।

এ কারণে দক্ষিণ আফ্রিকা ও কানাডার চার্চ এ পদক্ষেপ নিল। জেনেভা কনভেনশন অনুযায়ী, এ ধরনের বসতি ও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.