আমাদের কথা খুঁজে নিন

   

ভারত না দক্ষিণ আফ্রিকা

সামনে লোকসভা নির্বাচন। ভারতের নির্বাচনী হাওয়ায় দুলছে বাংলাদেশও। নির্বাচনে কংগ্রেসসমর্থিত জোট সরকার ক্ষমতাসীন থাকবে, না বিজেপি নেতৃতাধীন জোট ক্ষমতায় আসবে- এ নিয়ে তুমুল আলোচনা চায়ের টেবিলে। টি-২০ বিশ্বকাপ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকরাও এর বাইরে নন। তারাও কাটাছেঁড়া করছেন নির্বাচনকে ঘিরে।

তবে আইসিসির ব্লক বাস্টার ইভেন্টে দলটির টানা জয় ভারতীয় সাংবাদিকদের অনেকটাই নির্ভার করে রেখেছিল এ কয়দিন। সেমিফাইনাল বলেই হয়তো তাদের ঘুম ভেঙেছে । মহেন্দ্র সিং ধোনিদের অনুশীলন দেখতে প্রচণ্ড গরম উপেক্ষা করে সাংবাদিকরা ছুটে গেছেন ফতুল্লায়। সেখানে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন ক্রিকেটারদের। প্রিয় দলটি কি পারবে সেমিফাইনালে ‘চোকার্স’খ্যাত দক্ষিণ আফ্রিকার কঠিন ব্যারিয়ার ডিঙিয়ে সংক্ষিপ্ত সংস্করণের বিশ্ব আসরে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে? দুই দলের এ লড়াইয়ের আড়ালে আরও লড়াই রয়েছে আজকের ম্যাচে।

অমিত মিশ্র, রবীচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজার স্পিনের বিপক্ষে ডেল স্টেইন, মরণে মরকেলের গতির লড়াই। একইভাবে বিরাট কোহলির সঙ্গে এবি ডি ভিলিয়ার্সেরও। ভারতের জীবনযাত্রায় এখন পুরোপুরি মিশে গেছে লোকসভা নির্বাচন। নির্বাচনী আমেজের আঁচ হয়তো লাগেনি ভারতীয় শিবিরে। তবে আইপিএল বিতর্ক ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে শ্রীনিবাসনের ছিটকে পড়ার ধাক্কা ঠিকই লেগেছে ধোনিদের গায়ে।

সেই ধাক্কায় কক্ষচ্যুত হওয়া থেকে পুরো দলকে বেশ ভালোভাবেই আগলে রেখেছেন ভারতীয় অধিনায়ক । ভারতীয় দলের পারফরম্যান্সের উপর কোনো আঁচই পড়তে দেননি তিনি। বরং কোহলি, রায়না, রোহিতরা চূড়ান্ত পর্বের ম্যাচগুলোতে দাপুটে ক্রিকেট খেলে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বিশেষ করে ভারতীয় স্পিনাররা ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের এতটাই মোহাচ্ছন্ন করেছেন যে, কোমড় সোজা করতে পারেনি কেউ। লেগ স্পিনার অমিত মিশ্র চার ম্যাচে উইকেট পেয়েছেন ৯টি।

তুখোর বোলিং করছেন রবীচন্দন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাও। ব্যাটিংটাও কিন্তু ভালো হচ্ছে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ ম্যাচে রানে ফিরেছেন যুবরাজ সিং। এতে করে চাপ অনেকটাই কমে গেছে কোহলি, রোহিত, ধোনি, রায়নাদের ওপর থেকে। যুবরাজ ফর্মে ফিরে আসায় ভারতীয় ব্যাটিং লাইন আসরে দৌড়াবে বেশ অনেকটা পথ, কোনো সন্দেহ নেই।

পিছিয়ে থাকছে না প্রোটিয়াসরাও। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পরের তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এবি ডি ভিলিয়ার্সরা। বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটা অবিশ্বাস্যভাবে জিতেছে ডেল স্টেইনের দুরন্ত বোলিংয়ে। চোকার্সখ্যাত দলটির ব্যাটিং লাইনে রান করছেন হাশিম আমলা, জ্যাক ডুমিনি। সবাই মরিয়া ‘চোকার্স’ ট্যাগটাকে ছুড়ে ফেলতে।

তবে যে তিনটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা, সবগুলোই বোলিং জাদুতে। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত ইমরান তাহির পারফরম্যান্স করেছেন অসাধারণ। ৪ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। আজ দুই দলের লড়াইয়ের আড়ালে দ্বৈরথ আবার দুই লেগ স্পিনার  মিশ্র ও ইমরানেরও। এমনিতে টেনশনের ম্যাচ।

তারপর আবার বৃষ্টি দুদলকে ভাবনায় ফেলে দিয়েছে। শ্রীলঙ্কার ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজ পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি। যদিও তারা ১৩.৫ ওভারে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে ছিল। কিন্তু টি-২০তে এ অবস্থা থেকে অনেকে ম্যাচ জিতেছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আজও বৃষ্টি হতে পারে।

সুতরাং ভারত বা দক্ষিণ আফ্রিকা প্রথমেই যে ব্যাট করুক না কেন রানরেটের চিন্তাটা মাথায় থাকবে। এটি অবশ্যই বাড়তি চাপ। দুদল এখন পর্যন্ত ম্যাচ খেলেছে সাতবার। ভারত হেসেছে পাঁচবার এবং দক্ষিণ আফ্রিকা দুবার। দুদলের শেষ লড়াইয়েও হেসেছে ভারত।

পরিসংখ্যান এবং বর্তমান পারফরম্যান্স, আজকের ম্যাচে এগিয়ে রেখেছে ভারতকে।  

সোর্স: http://www.bd-pratidin.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.