আমাদের কথা খুঁজে নিন

   

**উইন্ডোজ ৭-এর লুকানো ৫টি অসাম থিম!**

for some, I am Salvation. for the others.... their destruction!! \m// **উইন্ডোজ ৭-এর লুকানো ৫টি অসাম থিম!** যারা জানেন না শুধু তাদের জন্য, এক্সপার্ট রা চুপ থাকনে। উইন্ডোজ ৭ ইউসার মাত্র-ই জানেন যে উইন্ডোজ ৭ এ কিছু ডিফল্ট থিম থাকে। কিন্তু অনেকেই হয়ত জানেন-না আপনার পিসি তে আপনার-ই অজান্তে আরো ৫টি থিম লুকিয়ে রেখেছে উইন্ডোজ! আসুন দেখি কিভাবে পাবেন এসব মজার এবং সুন্দর থিম গুলো ---- প্রথমে START এ যান, সার্চ এ গিয়ে :\windows\Globalization\MCT লিখে ENTER চাপুন । এখন নতুন একটা window আসবে। এখানে ৫টি ফোল্ডার দেখতে পাবেন।

এখন প্রথম ফোল্ডার টি মানে, MCT-AU ফোল্ডারে ঢুকে Theme এ ঢুকে AU.theme এ ক্লিক করুন। তাহলে অস্ট্রেলিয়া থিম ইন্সটল হবে! একই ভাবে এক এক করে MCT-CA, MCT-GB, MCT-US, MCT-ZA ফোল্ডার গুলো তে ঢুকে যথাক্রমে CA.theme, GB.theme, US.theme, Za.theme ফাইল গুলো তে ক্লিক করে বাকি চারটি থিম ইন্সটল করে ফেলুন। বাকি চারটি থিম হলো, কানাডা, যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিন আফ্রিকা নিয়ে। ভালো লাগলে কমেন্ট করুন। আপত্তি থাকলে তাও জানাতে পারেন।

আর ভুল তো আপনারা অলওয়েজ ক্ষমার চোখে দেখেন, তা আর নতুন কিছু নয়! ঃপি **DO NOT FORGET TO SAY THANKS! http://www.facbook.com/green.shuvo ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.