আমি সাধারন ! আমি সামু'র একজন পাঠক, কখনো লিখা হয়না। লেখার থেকে পড়াই বেশি হয়। খুব ইচ্ছে হয় আমার নকিয়া লুমিয়া ৬২০ উইন্ডোজ ফোনে সামু'র ব্লগ পড়তে। আসলে বাংলা অ্যাপ কমিই আছে উইন্ডোজ স্টোরে, প্রথম আলো ছাড়া ভালো কোন অ্যাপ নাই। আর ব্রাউজার এ পড়তে গেলে পুরা ডেস্কটপ ভার্সন আসে। আমার জানা মতে সামুর কোন অ্যাপ নাই, তাই বড়দের কাছে আকুল আবেদন জানাতে চাই। সামু'র উইন্ডোজ অ্যাপ হউক, বাংলা ভাষা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। সবশেষে, ঐ সব বড়দের ধন্যবাদ জানাই যারা আমাদের জন্য এতো সুন্দর আর তথ্য সংবলিত ব্লগ লিখেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।