আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ ফোন [পর্ব-২] :: মেমোরী কার্ড দিয়ে উইন্ডোজ ফোন -এ অ্যাপ ইনস্টল করবেন যেভাবে !

উইন্ডোজ ফোন নিলাম এটি নিয়ে গাড়ি গাড়ি টিউন লেখার জন্য ! কিন্তু আসলে সময়ই পাচ্ছিলাম না। লুমিয়া ৬২৫ নিয়ে রিভিউ লেখার পর অনেকেই উইন্ডোজ ফোন কিনেছেন। কিন্তু উইন্ডোজ ফোন নিয়ে নিয়মিত লিখতে পারছিনা বলে অনেকেই আপনার বিক্রি করে দেবেন বলে হুমকি দিচ্ছেন। যাহোক উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের অনেকেই আমাকে ম্যাসেজ করেছিলেন কিভাবে মেমোরী কার্ড দিয়ে উইন্ডোজ ফোনে অ্যাপ ইনস্টল করা যায়। তাই মূলত এই টিউন।


প্রথমেই বলে নেই। উইন্ডোজ ফোন অনেকগুলি আছে এরমধ্যে সবগুলিতে কিন্তু মেমোরী কার্ড স্লড নেই বা অর্থাৎ কতকগুলি ফোনের ফিক্সড মেমোরী। আমার এই টিউন তাদের জন্য যাদের উইন্ডোজ ফোনে মেমোরী কার্ড ঢোকানো যায়। কেননা যাদের ফোনে মেমোরী কার্ড ঢোকানো যায়না অর্থাৎ ফিক্সড মেমোরী তাদের জন্য এই টিউন প্রযোজ্য নয়। এবং বলে রাখা ভাল ফিক্সড মেমোরী উইন্ডোজ ফোনে সরাসরি স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা ছাড়া আর কোন পদ্ধতি এখনপর্যন্ত নেই।


মেমোরী কার্ড দিয়ে অ্যাপ ইনস্টল করতে হলে অবশ্যই কম্পিউটার থেকে উইন্ডোজ ফোন স্টোর এ কাঙ্খিত অ্যাপটি অপেন করে নিচে বাম দিকে App requires এবং supported languages এর নিচে "Download and install manually" এ ক্লিক করলে অ্যাপ ফাইলটি ডাউনলোড হবে। উইন্ডোজ ফোনের অ্যাপ ফরমেট হল .XAP

এরপর ডাউনলোডকৃত অ্যাপগুলি আপনার ফোনের SD কার্ড এ কপি করুন। Games বা Apps  নামের একটা ফোল্ডার তৈরী করে সবগুলি ওটার ভিতরে রাখতে পারেন। ফোনে যেকোনকিছু রাখলে একটু সাজিয়ে রাখবেন। এতে সবকিছু খুজে পেতে সহজ হয় এবং সুন্দর দেখায়।



এবার ফোনে গিয়ে "Start"  স্ক্রিন থেকে "Store"  এ যান এবং নিচে SD Card এ tap করুন। ( মেমোরী কার্ড লাগানোর পরও এই অপশন না আসলে কিছুক্ষণ অপেক্ষা করুন। ) বলে রাখা ভাল এসময় আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অ্যাকটিভ থাকতে হবে। আপনি অ্যাপগুলি কম্পিউটার থেকে ডাউনলোড করলেও ফোনে ইনস্টলের সময় ইন্টারনেট কানেকশন লাগবে। কারণ উইন্ডোজ ফোন ভ্যারিফাই করে এগুলি আসলেই Windows Phone Store থেকে ডাউনলোড করা হয়েছে কিনা।

পাইরেসি রোধ এবং ভাইরাস কিংবা ম্যালওয়্যার থেকে সুরক্ষার জন্যই এই পদক্ষেপ। তবে এটির জন্য আপনার মোটেও অনেকগুলি মেগাবাইট নষ্ট হবেনা। অল্প কিছু KB কাটতে পারে।

এখন যে অ্যাপগুলি ইন্সটল করতে চান সেগুলি একেক করে সিলেক্ট করতে পারেন অথবা নিচে "select all" এ Tap দিয়ে সবগুলি একেবারে সিলেক্ট করতে পারেন। এবার "install" এ Tap দিলে এক এক করে সবগুলি অ্যাপ ইন্সটল হতে থাকবে।

এ পুরো সময়টিতে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন সচল থাকতে হবে। ভয় নেই কারণ এতে আপনার ইন্টারনেট Data ব্যালেন্স থেকে সামান্য কিছু KB কাটবে মাত্র। যদি ইন্টারনেট কানেকশন খুবই দুর্বল হয় তাহলে কোন কোন অ্যাপে "Attention Required. Tap here" দেখাতে পারে। তখন ওটাতে Tap করে Try Again করতে হবে।
যদি কোন অ্যাপ আপনার ফোনের সাথে কমপাটিবল না হয় তাহলে সেগুলি "Incompatible apps" এর নিচে থাকবে।


আরেকটা গুরুর্ত্বপূর্ণ জিনিস মনে রাখবেন তা হল ধরা গেল আপনি অনেকদিন বা কিছুদিন আগে অনেকগুলি অ্যাপ ডাউনলোড করেছেন কম্পিউটার থেকে। এখন কয়েকদিন পর অ্যাপগুলি ফোনে ইনস্টল করতে গিয়ে দেখলেন ওই অ্যাপগুলি লিষ্টে দেখাচ্ছে না। এই সমস্যা শুধুমাত্র সেই অ্যাপগুলিতে হবে যেগুলি আপনি ডাউনলোড করার পর নতুন কোন ভার্সন বের হয়েছে। অর্থাৎ আপনাকে অবশ্যই সবসময় লেটেস্ট ভার্সন ইনস্টল করতে হবে।
আশা করছি উইন্ডোজ ফোন / লুমিয়া ব্যবহারকারীদের এই টিউনটি উপকারে আসবে।

উইন্ডোজ ফোন নিয়ে কোন প্রশ্ন, জিজ্ঞাসা, মতমত কিংবা সাহায্যের জন্য অবশ্যই মন্তব্য করবেন। আমি অবশ্যই চেষ্টা করব উত্তর/সমাধান দিতে।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.