আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্স'পি শ্রেষ্ঠ !!! ভিসতা'কে ছাড়িয়ে গেছে উইন্ডোজ সেভেন...

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(
অবশেষে ভিসতাকে পেছনে ফেলতে সমর্থ হয়েছে উইন্ডোজ ৭। প্রায় বছরখানেক সময় লেগেছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিষ্টেমের এই অবস্থানে পৌছাতে। সাম্প্রতিক জড়িপে ভিসতার ব্যবহারকারী শতকরা ১৮.১ ভাগ, আর উইন্ডোজ ৭ এর ১৯.১ ভাগ। ৫৬ ভাগ শেয়ার নিয়ে এক্সপি অন্য সব অপারেটিং সিষ্টেমের ধরাছোয়ার বাইরে। মোবাইল ফোনের ক্ষেত্রে লিনাক্স ভাল অবস্থানে থাকতে পারে, ডেস্কটপে তাদের অবস্থান মোটেই সুবিধের না।

কখনোই শতকরা ১ ভাগের উপরে যেতে পারছে না। ম্যাক অপারেটিং সিষ্টেমও উল্লেখ করার মত অবস্থানে নেই। গত এপ্রিলে সর্বোচ্চ ৫.৯ অবস্থান থেকে নেমে বর্তমানে ৪.৬ ভাগে এসে দাড়িয়েছে। সবমিলিয়ে মাইক্রোসফটের অবশ্য মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। মোট ব্যবহারকারীদের ৯৩.৫ ভাগ তাদের কোন না কোন অপারেটিং সিষ্টেম ব্যবহার করেন।

এদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে উইন্ডোজ ৭ এর ব্যবহার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.