আমাদের কথা খুঁজে নিন

   

ছাদের উপর একটুকরো বাগান

আমার নিজের হাতে গড়ে তোলা বাগানের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ৩ বছর ধরে গড়ে তোলা বাগানের বিভিন্ন সময়ের কিছু ছবি রইল আপনাদের জন্য। ষ্ট্রবেরি গাছের একাংশ ষ্ট্রবেরি গাছের একাংশ ষ্ট্রবেরির চারা তৈরি ষ্ট্রবেরি গাছের একাংশ একটু পর এদের খাওয়া হবে! কাঁচা মরিচ বেগুনি মরিচ (কাপ্সিকাম জাতীয়) লম্বা কাপ্সিকাম করলা শিম সবুজ গোল মরিচ (ভীষণ ঝাল) বিভিন্ন জাতের লেবু কাগজী লেবু গোল এলাচি লেবু লম্বা এলাচি লেবু বারমাসি কাজি পেয়ারা মাধুরী পেয়ারা ডালিম কাপ্সিকাম চাইনিজ কমলা নাগপুরি কমলা আনার টমেটো টমেটো ঢেঁড়স শশা আপেল কূল হাজারী বেগুন গাযানিয়া গাযানিয়া গাযানিয়া ডাইনথাস ধনিয়া পাতা স্টার কসমস কালেন্দুলা লাল ও সবুজ লেটুস পাতা ডাইনথাস স্টার কমলা গোলাপ সাদা গোলাপি মিক্সড গোলাপ হলুদ খয়েরি মিক্সড গোলাপ বেগুনি গোলাপ লাল গোলাপ হলুদ গোলাপ লাল গোলাপ কমলা সাদা মিক্সড গোলাপ গোলাপ গাছের একাংশ গাঁদা (জাতঃ ইনকা) গাঁদা (জাতঃ ইনকা) গাঁদা ( এটা যাবে ফুলদানিতে ) জারবেরা (বাম পাশেরটা গোল হলুদ মরিচ) জারবেরা কালেনদুলা কালেনদুলা কালেনদুলা গাছের একাংশ সাদা জবা ডাইনথাস ডাইনথাস ফুলদানিতে লাল গোলাপ চাইনিজ তাল পাম Water Pennywort (বাংলা নামটা জানা নেই) আমার বাগানটা কিন্তু একদম সর্বনিম্ন খরচে করা, এটা অবশ্য এতক্ষণে আপনারা বুঝে গেছেন আশা করি। আমি বেশিরভাগ ছোট গাছগুলো লাগিয়েছি ৫ লিটার তেলের বোতলে। একান্ত বড় গাছগুলোর জন্য ড্রাম/বালতি ব্যবহার করা হয়েছে।

এই পোস্ট এর আরেকটা উদ্দেশ্য হল বড় আকারে ছাদ এ বাগান করেন এমন কিছু বাক্তি খোঁজা। নেট এ অনেক খুজেও তেমন কাউকে পাইনি। সামুতে এমন গাছ পাগল কেউ থাকলে প্লিজ আমার সাথে যোগাযোগ করুন। আপনাদের সাহায্য দরকার। পরিশেষে সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে এতবড় পোস্ট পড়ার জন্য।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।