আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাব ডি ডিজায়ার - আগেই বলে রাখি এই পোস্টের কন্টেন্ট কেউ যদি বিজ্ঞাপন হিসেবে মনে করতে চান, নিজ দায়িত্বে করবেন আর নিজ দায়িত্বে গদাম খাবেন

সামু কি ছিল, আর কি হয়ে গেল ! আগেই বলে রাখি এই পোস্টের কন্টেন্ট কেউ যদি বিজ্ঞাপন হিসেবে মনে করতে চান, নিজ দায়িত্বে করবেন আর নিজ দায়িত্বে গদাম খাবেন। তো যা বলছিলাম, দেশ আগায়ে যাচ্ছে সমস্যা নাই কিন্তু এদের আইডিয়া দেখে অনেকক্ষন ধরে হাসতে হাসতে পড়ে গেলাম। এরা হল গিয়ে ক্লাব ডি ডিজায়ার (ফেবু লিঙ্ক দিছি ক্লিকায়া দেখেন), তো এরা হইল গিয়া পোলাপানদের কাছে শিশা আর বিয়ার বেচে। শুধু শীশা আর বীয়ারের জন্যই পোলাপান আসে তা না, অন্য কারনও আছে একটু পরেই বুঝবেন। এরা যে কাম করছে তা হল এরা কোন দোকান নেয় নাই, বরং নিজেদের গাড়ী ঘন্টা হিসেবে ভাড়া দেয়! গাড়ীতে বসেই শীশা-মিশা যা খাবেন খাইতে পারেন। যেমন এদের রেইট হল ৪ জনের ফ্রেন্ডস গেলে ১ ঘন্টা শীশা ৫০০ টাকা, আবার শুধু কাপল গেলে ১ ঘন্টা ১০০০ টাকা (এখন বুঝলেন তো এদের মাহাত্ম্য কি?) ১৫০ টাকার বেনসন প্যাকেট নাকি এরা বেচে ১৯০ টাকায়! ওদের প্রিভিউতে লেখা আছে "Our lounge is way better than the normal one's." তো ভাবলাম দেখি নিশ্চয়ই রোলস রয়েস দিবে বোধহয়, ৫০০ টাকা দিয়ে একবার উঠা যাবে। কিছু ফটুক পাইলাম, দেখে সস্তা কোন গাড়ীই মনে হল। তবে গাড়ীর চেয়ে ইন্টারেস্টিং হল এই পোলাপান, দেখি একটু খোজ খবর নিয়ে এদের বাপ মা-র কাছে ছবিগুলা পাঠায়ে দেয়া যায় কি না। ও হ্যা, এরা আবার ভয়ানক অ্যাকটিভ তাদের পেইজ নিয়ে, নিয়মিত মডারেট করে আমাদের মত ম্যাঙ্গো পাবলিকদের সব পোস্ট মুছে ফেলে। একটা পোস্টের স্ক্রীনশট নিতে নিতেই মুছে ফেলছে! তবে পেইজটা মনেহয় বেশীদিন টিকবে না, টিকলে বিনুদনের অভাব হবে না সর্বশেষ তাদের পোস্ট হল - People of Bangladesh lose their reputation because of shameless acts. For some people others have to suffer. Just like some illiterate bastards posted offensive posts..We banned all of them and will do the same in the future.Thanks. Club De Desire হায়রে কপাল, কাদের কাছে নীতিবাক্য শুনতে হয় এখন আমাদের!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।