চেলসি ফুটবল ক্লাব (দ্য ব্লুজ অথবা পূর্বে দ্য পেনশনার্স নামেও পরিচিত) একটি ইংরেজ পেশাদার ফুটবল দল যা লন্ডনে অবস্থিত। ১৯০৫ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ক্লাবটি এ পর্যন্ত বেশিরভাগ সময়ে ইংল্যান্ডের ফুটবলে শীর্ষ দশে অবস্থান করেছে। তারা দুটি সময়ে সফলতা পেয়েছে, একটি হচ্ছে ১৯৬০ দশকের শেষভাগ ও ১৯৭০ দশকের শুরুতে এবং ১৯৯০ দশকের শেষভাগ থেকে বর্তমান পর্যন্ত। চেলসি তিনটি লীগ শিরোপা, চারটি এফ.এ. কাপ শিরোপা, চারটি লীগ কাপ ও দুটি উয়েফা কাপ উইনার্স কাপ জিতেছে।
ক্লাবের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে নীল রংএর জামা ও শর্টস এবং সাদা মোজা।
দলের প্রতীক হচ্ছে একটি সিংহ। ২০০৫ সালে প্রতীকটি পরিবর্ধিত করা হয়। চেলসি যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় দল। তাদের সমর্থক সংখ্যা আনুমানিক চার মিলিয়ন। এছাড়া জনপ্রিয় সংস্কৃতিতেও ক্লাবের ভূমিকা রয়েছে।
বিভিন্ন চলচ্চিত্র ও গানে চেলসি অংশ নিয়েছে।
চেলসির ৪২,০৫৫ দর্শক ধারণক্ষমতার নিজস্ব মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ পশ্চিম লন্ডনের ফুলহ্যাম এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা এখানে খেলে আসছে। ২০০৩ সালে ক্লাবটি কিনে নেন রাশিয়ান তেল ব্যবসায়ী রোমান আব্রামোভিচ।
void(1);
ক্লাবটির চিরাচরিত রং নীল।
void(1);
সম্মাননা
ঘরোয়া
লীগ
* প্রথম বিভাগ/প্রিমিয়ার লীগ: ৩
বিজয়ী : ১৯৫৪-৫৫, ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০০৯-২০১০
রানার্সআপঃ ২০০৩-০৪, ২০০৬-০৭, ২০০৭-০৮
* দ্বিতীয় বিভাগ/চ্যাম্পিয়নশিপ: ২
১৯৮৩-৮৪, ১৯৮৮-৮৯
কাপ
* এফ.এ. কাপ: ৪
১৯৭০, ১৯৯৭, ২০০০, ২০০৭, ২০০৯
* লীগ কাপ: ৪
১৯৬৫, ১৯৯৮, ২০০৫, ২০০৭
* এফএ চ্যারিটি শিল্ড/কমিউনিটি শিল্ড[১০]: ৩
১৯৫৫, ২০০০, ২০০৫
* ফুল মেম্বার্স কাপ: ২
১৯৮৬, ১৯৯০
ইউরোপীয়ান
* উয়েফা কাপ উইনার্স কাপ: ২
১৯৭১, ১৯৯৮
* ইউরোপীয়ান সুপার কাপ: ১
১৯৯৮
অফিসিয়াল সাইট
প্লেয়ার প্রোফাইল
টিম মানেজমেন্ট
টিম লিজেন্ট
সোকেশ
অনলাইন টিকেট
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।