আমাদের কথা খুঁজে নিন

   

শিশা ব্যবসার নয়া ধান্দা!

শিশা একটা সময় হালের ক্রেজ হয়ে দাড়িয়ে ছিলো।পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছিলো শিশা লাউন্জ। উঠতি তরুন তরুনীরা দল বেঁধে শিশা লাউন্জগুলোতে ধোঁয়ায় বুদঁ হয়ে থাকতো। অনেকে আড়ালে চালাতো মাদক ব্যবসা। মাঝে পুলিশের কড়াকড়িতে নিষিদ্ধ ঘোষণার পর মনে হচ্চিলো শিশা হয়তো উঠে গেছে বা যাচ্ছে অনেক জায়গা থেকেই। কিন্তু হঠাত করেই একটা জিনিস দেখে অবাক হলাম! ফেসবুকে 'ক্লাব ডি ডিজায়ার' নামে এক মোবাইল শিশা লাউন্জের অ্যাড দেখে টাশকি খেলাম! এটা আর কিছুই না একটা গাড়িতে শিশা খাওয়ার ব্যবস্থা। প্রাইভেসিও নাকি দিচ্ছে কাপলদের!এটা কিসের ইশারা বোঝাই যাচ্ছে। আর এটা যে শুধু শিশাতেই সীমাবদ্ধ থাকছে না এটাও বুঝতে কষ্ট হওয়ার কথা না কারো।স্কুল কলেজ পড়ুয়া পোলাপানদের নষ্ট করার কতরকম নকশা চারদিকে! অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। এসবের মানে কি!?? View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।