আমাদের কথা খুঁজে নিন

   

শিশা

কল্পনাকে সাথী করে পথ যখন চলি তোমার কথা ভেবে ভেবে হারাই চেনা গলি কল্পনাতেই কল্পনাতেই

শিশা একটি ফারসি শব্দ। এর বাংলা অর্থ হলো হুক্কা বা হুক্কার মাধ্যমে সেবনযোগ্য তামাক। ধানমন্ডি ২৭ নম্বর সড়কের শেষ মাথার একটি দোতলা রেস্টুরেন্ট। দুটো তলাতেই খাবার ব্যবস্থা আছে। তবুও একটু আলাদা।

নিচ তলাটা উজ্জ্বল আলোয় ঝলমল করছে, ওপরেরটা আলো-আঁধারি। দরজা ঠেলে দোতলায় ঢুকতেই দেখা গেল গোটা কক্ষ ধোঁয়ায় অন্ধকার, প্রচণ্ড শব্দে হাল আমলের গান বাজছে, আর ১৬-১৭ বছর বয়স থেকে ত্রিশোর্ধ্ব বয়সের নারী-পুরুষ শিশা পান করছে। রাজধানীর গুলশান, বনানী, বেইলি রোড ও ধানমন্ডির মতো অভিজাত এলাকাগুলোয় শিশাবার এখন অল্পবয়স্ক ছেলে-মেয়েদের সময় কাটানোর প্রিয় জায়গা। ‘শিশাবারে অল্পবয়স্ক ছেলেমেয়েরা যাচ্ছে। বারের পরিবেশ বাংলাদেশের আবহমান সংস্কৃতির অনুকূল নয়।

শিশা সেবনে ছেলেমেয়েদের শারীরিক ক্ষতি হচ্ছে। সামাজিক ক্ষতির পরিমাণটিও কম নয়। আমরা শিশাবারে যায় এমন ছেলেমেয়ের বাবা-মার সঙ্গে কথা বলি। এঁদের অনেকেই জানতেন না, ছেলেমেয়েরা এখানে সময় কাটায়। অনেকে বলেছেন, আমার বাচ্চা শিশাবারে গেলে আপনার কী?’ শিশা সেবনের একটি আসরে যে পরিমাণ ধোঁয়া এক একজন গলাধকরণ করছে তা ২০০টি সিগারেটের সমান ‘শিশা সেবনকালে সেবনকারীদের আরাম আয়েশের জন্য নরম গদি ও তাকিয়া, মখমলের গালিচা ইত্যাদি বিছানো আছে।

শিশা সেবনের মুহূর্তগুলোকে রোমান্টিক করার জন্য এখানে হালকা ও রঙিন আলোর ব্যবস্থা থাকে। স্নায়ু উত্তেজক সঙ্গীত পরিবেশনের ব্যবস্থাও করা হয়ে থাকে। শিশার শারীরিক বা চিকিত্সা শাস্ত্রীয় ক্ষতি যতখানি, তার চেয়ে অনেক ক্ষতি নৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।