পরশুরামে গতকাল রোববার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ) এর মধ্যে ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে অনুষ্টিত প্রীতি ভলিবল খেলায় ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ) তিন দুই সেটে জয়লাভ করেছে। ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ) এর খেলোয়ার গন পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে গতকাল রোববার দুপুরে বাংলাদেশে প্রবেশ করে। ভারতীয় সীমান্তরক্ষি বাহীনি (বিএসএফ) এর নেতৃত্বে ছিলেন বিলোনিয়ার ৮৯ ব্যাটালিয়ানের অধিনায়ক সঞ্জয় কুমার সিং। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খেলোয়ারের নেতৃত্বে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৯ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে: কর্নেল সোহরাভ হোসেন। দুই দেশের সীমান্তরক্ষি বাহীনির প্রীতি ভলিবল খেলা দেখার জন্য দুপুর থেকে দর্শকরা মাঠে সমাগম হতে থাকে। সন্ধার মধ্যে পরশুরাম পাইলট হাইস্কুল মাঠ আশপাশের ভবনের ছাদে ৪/৫ হাজার দর্শক খেলা উপভোগ করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।