ফেনীর পরশুরামে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আবু তালেবের উপর হামলার প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে উপজেলা বিএনপি।
হরতাল বিরোধীরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামকে (৫৫) উপর্যপুরি কুপিয়ে আহত করেছে। তাকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সামছুল আলম শাকিল জানায়, হরতাল চলাকালে আজ দুপুরে পৌরসভার গুতুমা চৌমুহনী এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য ইয়াসিন শরীফ মজুমদারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র কর্মীরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নরুল ইসলামকে দোকান থেকে তুলে নিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইয়াসিন শরীফ মজুমদার এ ঘটনার সঙ্গে তার ও দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা অভিযোগ অস্বীকার করে বলেন কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি অবগত নয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসিম কুমার সাহা জানান, নুরুল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত নয়।
পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী ছুরিকাঘাতে এক বিএনপি'র নেতা আহত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।