আমাদের কথা খুঁজে নিন

   

পরশুরামে মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

বোরহান উদ্দিন আহমেদ (মাসুম)
ফেনীর পরশুরাম উপজেলার কাশিনগর গ্রামে স্কুলছাত্রী মনোয়ারা আক্তার মুনমুনকে শুক্রবার ঘরের আড়া থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার মা। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মনোয়ারা উপজেলার কালিকাপুর বাশারত উল্যাহ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। পারিবারিক সূত্র জানায়, মায়ের নিষেধ অমান্য করে অনেকক্ষণ টেলিভিশনে সিনেমা দেখায় মনোয়ারাকে বকাঝকা করেন তার মা ছালেহা বেগম। সন্ধ্যায় মায়ের সঙ্গে অভিমান করে সে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে মনোয়ারাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ছালেহা বেগম শনিবার থানায় অপমৃত্যুর মামলা করেছেন। ছালেহা বেগম বলেন, ‘দুপুরের পর থেকে মনোয়ারা টেলিভিশন দেখছিল। তাকে টিভি না দেখে ঘুমাতে বলেছিলাম, কিন্তু সে না ঘুমিয়ে টেলিভিশন দেখতে থাকে। তাই তাকে বকাঝকা করেছিলাম।

’ তিনি বলেন, সামান্য বকাঝকার কারণে তাঁর মেয়ে যে এত বড় ঘটনা ঘটাবে, তা তিনি বুঝতে পারেননি। পরশুরাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, ‘মেয়েটি মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে, এটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। ’ Click This Link |View this link]
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.