আমাদের কথা খুঁজে নিন

   

দেশের বিশিষ্ট ৫১ জন ভাড় বিবৃতি দিয়েছেন যে

যুক্তরাষ্ট্র প্রবাসি লেখক সেজান মাহমুদ যথার্থই বলেছেন "যৌনকর্মী আর (কিছু) বুদ্ধিজীবীদের মধ্যে এক জায়গায় খুব মিল আছে, যৌনকর্মীরা বৈশ্যবৃত্তি করে অন্য কোন জিবীকার অভাবে, আর (সেই) বুদ্ধিজীবীরা বৈশ্যবৃত্তি করে সৎ সাহসের অভাবে; দুজনেই অভাবী!" প্রথম-আলোর সামিউর রহমান নামে একজন পাঠক মন্তব্য করেছেন "গ্রামীণ ব্যাংক যে আগামীতে সোনালী, রুপালী বা জনতা ব্যাংক হবে তার বলার অপেকখা রাখে না। সোনালী ব্যাংকের ৩৫০০ কোটি টাকা লুটে নেওয়া হল অথচ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দিতে চান না। কেন? বিমান লুটে শেষ করে ফেলেছে? বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না। কেন? পদমা সেতুর দুনীতিতে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না কেন? রেলওয়ে এর দুনীতিতে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না। কেন? শেয়ার বাজার লুটে বিদেশে টাকা পাচার হল অথচ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না। কেন? লিমনের উপর সরকার অত্যাচার করছে আমাদের্ বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না। কেন ? সাগর-রুনী হত্যাকান্ড নিয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না কেন? নরসিংদীর মেয়র লোকমান হত্যাকান্ড নিয়ে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দেন না। কেন? এমন হাজার হাজার সমস্যা আমাদের আছে আমাদের বিশিষ্ট নাগরিকদের বিবৃতি দিতে চান না...... কেন?" আমারও খুব জানতে ইচ্ছে করে উপরোক্ত প্রশ্ন গুলোর উত্তর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.