আমাদের কথা খুঁজে নিন

   

সাতকানিয়ায় উন্নয়নের দাবিতে স্বতঃস্ফূর্ত মানববন্ধন

সাতকানিয়ায় উন্নয়নের দাবিতে স্বতঃস্ফূর্ত মানববন্ধন অবহেলিত সাতকানিয়ার রাস্তাঘাট সংস্কারের দাবিতে ‘সাতকানিয়া নাগরিক পরিষদের’ উদ্যোগে গত ২১ আগস্ট সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সাতকানিয়ার কেরানীহাট থেকে কাঞ্চনা ফুলতলা পর্যন্ত অনুষ্ঠিত হল ‘মানববন্ধন কর্মসূচি’। সকাল থেকে কর্মসূচিকে উপলক্ষ করে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক, ব্যবসায়ীসহ সকল ধরনের পেশাজীবী মানুষ সংহতি প্রকাশ করে সাতকানিয়ার রাস্তাঘাট সংস্কারের দাবি জানান। উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত আলোচনায় বক্তারা বলেন, সাতকানিয়ার উন্নয়নে প্রতিবন্ধকতা আর সহ্য করা হবে না। এ অঞ্চলের মানুষকে আর অবহেলার চোখে না দেখার আহ্বান জানিয়ে অবিলম্বে রাস্তাঘাট সংস্কারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

অন্যথায় সাতকানিয়ার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য, সাতকানিয়ার রাস্তার মাথা থেকে বাঁশখালীর গুণাগরি পর্যন্ত বি¯তৃত সড়কটি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ১০ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ, যার কোনো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে। উক্ত সড়কটি দিয়ে বর্তমানে গাড়ি চলাচল তো দূরের কথা, ঠিকমতো হাঁটাচলা করাও কষ্টসাধ্য ব্যাপার। স্থানে স্থানে সড়কটি এমন আকার ধারণ করেছে যে, যেন মনে হয় কোনো ধানক্ষেত বা ছোটখাটো পুকুর। অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের নিরাপদ চলাচল কঠিন হয়ে পড়েছে।

এ অঞ্চলের মানুষ প্রায়ই শিকার হচ্ছে পঙ্গুত্বসহ বিভিন্ন দুর্ঘটনার। তাই অবিলম্বে গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয় মানববন্ধন কর্মসূচি থেকে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.