আমাদের কথা খুঁজে নিন

   

সাতকানিয়ায় পুলিশ ও জামায়াত-শিবির সংঘর্ষ, গ্রেফতার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষের পর দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা গ্রামের ধূপিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলেন স্থানীয় বশর বাহিনীর নাছির ওরফে কল্লা নাছির এবং রিমন। এদের মধ্যে নাছির পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আলীনগর এলাকার নিজ বাড়ি থেকে নাছিরকে আটক করা হয়।

নাছিরের দেয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য ধূপিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়কালে নাছির পায়ে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশ একটি এলজি, একটি দেশি বন্দুক, আট রাউ- কার্তুজ, দুটি রাম দা ও একটি চাকু উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে রিমন নামে শিবিরের এক কর্মীকে গ্রেফতার করা হয়।

অন্যরা পালিয়ে যায়।

অভিযানে পুলিশের তিন সদস্য এসআই নাজমুল, এসআই ফজলুর ও এএসআই আনসারুল সামান্য আহত হয়েছেন। আহত তিন পুলিশ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত নাছিরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়েছে।

 



সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.