আমাদের কথা খুঁজে নিন

   

গেমার এর রোজনামচা( এটিআই রেডিয়ন এইচডি ৭৯৭০ নিয়ে রিভিউ)

আমি হচ্ছি সে যাকে আমি ভালোবাসি এবং যাকে আমি ভালোবাসি সে হচ্ছে আমি; আমরা দুটি আত্বা বাস করি একই দেহে। আমার দিকে তাকিয়ে তুমি দেখতে পারো তাকে, এবং আমাদের উভয়কেই দেখতে পারো যখন তার দিকে তাকাও……………(মনসুর আল-হাল্লাজ) ব্লগার বন্ধুরা সবাইকে আমার সালাম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। আজকে আমি আপনাদের আরেকটি জনপ্রিয় গেমিং কাড কোম্পানি এটিআই এর লেটেস্ট কাড ৭৯৭০ নিয়ে একটি তথ্যবহুল বিশ্লেষন তুলে ধরার চেস্টা করব। এর জন্যে হয়ত কিছু অপ্রাসঙ্গিক কথা আসতে পারে এই জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমাপ্রাথী।

যাইহোক শুরু করা যাক........ এটিআই রেডিয়ন আমার খুবই পছন্দের একটি কোম্পানি। এটিআইর সাথে আছি আমি আজ প্রায় ৮বংসর শেষ হতে চলছে। এটিআই এর সবচেয়ে ভাল লাগত যে জিনিসটা ওরা সবসময় ক্রেতাকে একধরনের চমক উপহার দিত। আমি যদি ভুল করে না থাকি সবার প্রথম ইউনিফায়েড শেডার এর ব্যবহার ওরাই শুরু করেছিল, এবং এটা এক্সবক্স ৩৬০ তে। আর আজকে যে ক্রসফায়ার টেকনলজি এটাও এটিআই এর আবিস্কার।

সম্ভবত ২০০০ অথবা ২০০৩ এর ই৩ তে ডেল কোম্পানি এটিআই সহায়তায় এই প্রযুক্তির একটি ধারনা দিয়েছিল। আমার ব্যবহার করা এটিআই এর কাডগুলর মাঝে সবচেয়ে পছন্দের দুটির একটি হল ATI Radeon 9700 Pro 128MB DDR Card আর ৫৮৭০। ৯৭০০ প্রো টা আমি ২০০৪ এর শুরুতে ব্যবহার করেছিলাম। আমার দেখা তৎকালিন সময় এর দুদান্ত একটি কাড। এর একটি টিভি আউটপুট ও ছিল।

আর সবার আগে ১২৮এমবি ভির‌্যাম এর কাড মনে হয় এটিআই বাজারে ছাড়ে। GeForce 4 Ti4800 এই কাডটি এনভিডিয়া বাজারে ছাড়ে ২০০৩ এ। এবং এটাই হচ্ছে ওদের প্রথম ১২৮ এমবি ভির‌্যাম কাড। ATI Radeon 9700 Pro বাজারে আসে ২০০২ এ। তবে একটি কথা না বললেই নয় যে আমার এটিআই প্রেম কিন্তু শুরু হয় 3dfx Voodoo সিরিজ এর গ্রাফিকস কাড থেকে।

এর মধ্যে আমার ব্যবহার করা হয় 3dfx Voodoo Banshee এবং 3dfx Voodoo3। আমার মনে হয় যারা ১৯৯৮ এবং ১৯৯৯-২০০০ এর সময় পিসি ব্যবহার করত গেমিং এর জন্যে তারা এই কাডটির নাম না শুনলেই বরং অবাক হব। এখন ফিরে আসা যাক মূল প্রসঙ্গে। এক নজরে দেখে নেয়া যাক এটিআই এর ৭৯৭০ এর কাডটির স্পেক এর উপর 1GHz Engine Clock (up to 1.05GHz with boost) 3GB GDDR5 Memory 1500MHz Memory Clock (6.0 Gbps GDDR5) 288GB/s memory bandwidth 4.3 TFLOPS Single Precision compute power 1.01 TFLOPS Double Precision compute power GCN Architecture: 32 Compute Units (2048 Stream Processors) 128 Texture Units 128 Z/Stencil ROP Units 32 Color ROP Units Dual geometry units Dual Asynchronous Compute Engines (ACE) PCI Express 3.0 x16 bus interface DirectX® 11.1-capable graphics: 9th generation programmable hardware tessellation units Shader Model 5.0 DirectCompute 11 Accelerated multi-threading HDR texture compression Order-independent transparency OpenGL 4.2 support: Partially Resident Textures (PRT) Ultra-high resolution texture streaming technology Image quality enhancement technology Up to 24x multi-sample and super-sample anti-aliasing modes Adaptive anti-aliasing Morphological Anti-Aliasing (MLAA) 2.0 DirectX® 9/10/11 Super Sample Anti-Aliasing (SSAA) Automatic LOD adjustment (Requires AMD Catalyst™ 12.4 or higher) 16x angle independent anisotropic texture filtering 128-bit floating point HDR rendering AMD Eyefinity multi-display technology4: Up to 6 displays supported with DisplayPort 1.2 Multi-Stream Transport Independent resolutions, refresh rates, color controls, and video overlays Display grouping Combine multiple displays to behave like a single large display AMD HD3D technology5: Stereoscopic 3D display/glasses support Blu-ray 3D support Stereoscopic 3D gaming 3rd party Stereoscopic 3D middleware software support AMD CrossFire™ multi-GPU technology6: Dual, triple or quad-GPU scaling Cutting-edge integrated display support DisplayPort 1.2 HBR2 Max resolution: 4096x2160 per display Multi-Stream Transport 21.6 Gbps bandwidth High bit-rate audio Quad HD/4k video support HDMI® (With 4K, 3D, x.v.Color™ and Deep Color) Max resolution: 4096x2160 1080p60 Stereoscopic 3D Quad HD/4k video support Dual-link DVI with HDCP Max resolution: 2560x1600 VGA Max resolution: 2048x1536 এটিআই রেডিয়ন ৭৯৭০ এর সিরিজ এর কাড হল দুটি ১)এটিআই রেডিয়ন এইচডি ৭৯৭০ ২)এটিআই রেডিয়ন এইচডি ৭৯৭০ গিগাহায এডিশন। আমি যেই স্পেক টা দিলাম তা হল গিগাহায এডিশন এর।

এটিআই কোম্পানির দাবি হল এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কাড। মূলত এনভিডিয়াকে টেক্কা দিতেই তাদের এই ঘোষনা। প্রতি বৎসর ওদের কুকুর বিলাই যুদ্ধ দেখতে দেখতে আমরা ক্রেতারা যথেস্ট বিরক্ত। একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এনভিডিয়ার জিটিএক্স ৪ সিরিজ আর এটিআই এর ৫ সিরিজ গুলো কেই একটু আপডেট করেই ওরা সিরিজ এর উপর সিরিজ বের করে যাচ্ছে। তবে লক্ষনীয় যে এনভিডিয়া ৫ সিরিজ এর ৫৬০টিআই থেকে ৫৯০ পযন্ত যে রকম আপডেট করেছে সেই তুলনায় এটিআই এর ৭ সিরিজ এও তেমন কোন লক্ষনীয় আপডেট হয় নি।

আবার আরেকটি ক্ষেত্রে এনভিডিয়া - এটিআই এর চেয়ে যথেষ্ট এগিয়ে গেছে লো পাওয়ার কনসুম এর মাধ্যমে। এখন এর কিছু নেগেটিভ দিক তুলে ধরার চেস্টা করব। আসলে যারা এই ধরনের হাই এনড কাড ব্যবহার করেন তারা মুটামুটি এর সুবিধা বা পজেটিভ দিক গুলো জানেন। তাই আর লেখা দীঘ না করে নেগেটিভ দিকগুলো ই তুলে ধরার চেস্টা করব। ১)সবচেয়ে সমস্যা আর আমার অভিঙ্গতায় বিরক্তির দিক হল এর ড্রাইভার।

মূলত ৫ সিরিজ থেকে শুরু হয়েছে এই তিক্ত অভিঙ্গতার। যেকোন নতুন গেম খেলতে গেলেই শুরু হয় ড্রাইভারের ঝামেলা। হয় গেম ফ্রিজ হবে। ব্লাক স্ক্রিন এসে আটকে থাকবে। না হলে আবার গেম সেভ নিবে না।

ঠিক একই গেম আমি এনভিডিয়ার কাড ব্যবহার করে খেলেছি কোনও ধরনের সমস্যা পাই নি। ড্রাইভার এর সমস্যা শুরু হয়েছে ভারসন ১০ থেকে। প্রায় নতুন গেমএ ড্রাইভার আপডেট দিতে হয়। তাতে ও যদি সমাধান না হয় তাহলে ক্যাপ আপডেট করতে হয়। কিছু গেম এর সম্যসা উল্লেখ করলে ব্যপরটা আপনদের সামনে পরিস্কার হবে।

The Amazing Spider-Man: একদম নতুন একটি গেম। এটিআই তে সমস্যা হল ফ্রি রম এ গেলেই গেম ল্যাগ করা শুরু করে। কারন: ডেভলপার রা এটিআই এর জন্যে d3d9 অপসন রাখে নাই। সমাধান:click this এরকম সমস্যা উল্লেখ করতে গেলে লেখা অনেক দীঘ হয়ে যাবে যা অনেক বিরক্তকর। ২) এটিআই এর হাই এনড কাডগুলো এক একটা পাওয়ার খাওয়ার ব্যাপারে রাক্ষস।

৭৯৭০ তে যে পরিমান পাওয়ার ইউজ করে সে তুলনায় এনভিডিয়া ৬৯০ অনেক কম পাওয়ার চায়। ৩) এটিআই এর ৭ সিরিজ এ হিটিং সমস্যা আছে। এরা খুব বেশি হিট হয়। বিশেষ করে যে সিরিজ গুলো তে oc unlocked ব্যবহার করা হয়। ৪) ক্রসফায়ার টেকনলজি নিঃসন্দেহে একটি যুগান্তকারি আবিস্কার ছিল।

আমি আগেই উল্লেখ করেছি এটা সবার প্রথম শুরু করেছে এটিআই। আর এনভিডিয়া একই ধারনা থেকে এসএলআই নাম দিয়েছে। মূলত দুটি ব্যপার কিন্তু একই। ক্রসফায়ার আর এসএলআই এর ব্যপারে আশাকরি সব গেমার বন্ধুরাই যানেন। তাও অল্প কথায় ধারনা দেয়ার চেস্টা করি।

একই সিরিজ এর দুটি কাড যেমন ৭৯৭০ বা ৬৯০ এক সাথে কে কানেক্ট করাকে ক্রসফায়ার বা এসএলআই বলে। যারা ক্রসফায়ার ব্যবহার করেন তারা আশাকরি এর সমস্যার কথা খুব ভালভাবেই জানেন। Witcher 2 গেমে আমি ক্রসফায়ার ব্যবহার করে খুবই তীক্ত অভিঙ্গতা পেয়েছি। গেম এর ফ্রেম ড্রপ করে। মাঝে মাঝে ই গেম ফ্রিজ।

dx11 এর ফুল ফিচার যেমন tessellation ব্যবহার করলেই গেম চরম ল্যাগ শুরু করে। আমি শুধুমাত্র আমার অভিঙ্গতার মাধ্যমে সমস্যা চিহ্নিত করার চেস্টা করছি। এই রকম আরো অনেক গেম এ এটিআইতে যথেষ্ট সমস্যা পেয়েছি। ৫)সবার শেষ এবং মূল সমস্যা হল গেম ডেভেলপার আর গেম প্রোডাকসন কোম্পনি বেশিরভাগ গেম টেস্ট করে এনভিডিয়া দিয়ে। আর এই জন্যেই তারা এনভিডিয়া গ্রাফিকস কাড এর উপযোগি করে গেম ডেভলপ করে।

এর মূলে রয়েছে এনভিডিয়ার বিসনেস পলিসি। গেম ডেভলপার থেকে শুরু করে মোবাইল পযন্ত এনভিডিয়ার প্রসেসর আর গ্রাফিকস কাড ব্যবহার করা হচ্ছে। আপনারা রিসেন্ট কিছু গেমের ট্রেইলার বা গেম রিভিউ দেখলে অন্তত কিছু ধারনা করতে পারবেন। যাই হোক এখন কিছু জনপ্রিয় গেমের বেনচমাক টেস্ট দেখা যাক। এটিআই ৭৯৭০ এবং এনভিডিয়া ৬৯০ এর মধ্যে................ এই কাডটির বতমান মূল্য সর্বোচ্চ ৫৩২$ বা বাংলাদেশি টাকায় ৪৩৬২৪টাকা।

আমি আমার সল্প শিক্ষা আর অভীঙ্গতার আলোকে যথাসাধ্য চেস্টা করেছি এর একটি তথ্যবহুল বিশ্লেষন করতে। জানি না কতটুকি করতে পেরেছি। তবে আপনাদের গঠনমূলক সমালচনা আমার জানার সুযোগ বৃদ্ধি করতে সাহায্য করবে। আর আজকের মত আল্লাহ হাফেয।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.