মূল নাম: সময় হলে ঠিকই জানবেন, ছদ্মনাম: নবনয়ন, পেশা : বেকার, নেশা: গান গাওয়া, বেকারত্ব যাপন: লেখালেখি করে, শিক্ষাগত যোগ্যতা : MBA(FINANCE), রাশি: বৃশ্চিক মহুয়া মহুয়া মহুয়া বন কেঁদে যায় কোন বধুয়া মন আষাঢ় ঘুমালে জাগে শ্রাবণ বধুয়ার চোখে নয়া স্বপন মেঘলা মেঘলা মেঘলা মন প্রকৃতির আজ কত যে ঢং নুপুরের তালে নাচে এবং ভালবাসা যেন সেজেছে সং চাঁদনী চাঁদনী চাঁদনী রাত যেন ছুঁয়ে দেখা তোমারই হাত মন যেন খুঁজে তোমারই সাথ চল রচি আজ নব প্রভাত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।