আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুইমিং পুল

পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সুইমিং পুল অবস্থিত San Alfonso del Mar resort in Algarrobo, Chile. এর দৈর্ঘ্য ৩,৩২৪ ফুট আর মোট আয়তন ১৯.৭৭ একর জায়গা জুড়ে । এই পুলের নিকটতম প্রতিদ্বন্দ্বী Orthlieb Pool, কাসাব্লাংকা, মরোক্কো'র চেয়ে ছয় গুণ বড়। শুধুমাত্র আয়তন বা দৈর্ঘ্যে নয় গভীরতার দিক থেকেও পৃথিবীর মধ্য সবচেয়ে গভীরতম সুইমিং পুল (১১৫ ফুট গভীর)। ২০০৬ সালের ডিসেম্বর মাসে এই পুলটি উদ্ভোদন করা হয়। ২বিলিয়ন পাউন্ড খরচ করে প্রায় ৫ বছরে এই পুলটি তৈরি করা হয়। কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রন করে সমুদ্র থেকে পানি শোষন এবং পরিশোধন করা হয়ে থাকে। এই পুলের ধারন ক্ষমতা ২৫০ মিলিয়ন লিটার । আসুন মনুষ্য সৃষ্টি পৃথিবীর বৃহত্তম সুইমিং পুলের কিছু ছবি দেখি... ছবি এবং তথ্য নেট থেকে নেওয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.