হ য ব র ল পথের বাকেই যাবে চলে পথের সময় গুলো
নিঃশব্দে হারিয়ে যাবে ঝরা পাতার মত।
হারিয়ে যাবে রাত্রি ভাঙ্গা সোনালি ডানার চিলের
মেঘ কাটার উল্লাসের তীক্ষ্ণ ধ্বনি।
ভেঙ্গে যাবে বদ্ধ নদীর যত বন্ধন মেতে উথবে
নব ধংসের উল্লাসে নগ্ন উন্মাত্ততায় ।
তবু ফিরে আসবে সময় গুলো চক্রাকারে ,
এই পৃথিবীরই পথে ।
বাধা পাবে ঘরহারা পথিকের পথ এই চেনা পথে
রুদ্ধ হবে বারে বারে সিফংকাসের কাছে।
হয়তো চলে যাবে পৃথিবীর সব কিছু নষ্ট দের কাছে
মুছে যাবে মানবতার শেষ চিহ্ন এই পথে ।
নির্বোধ বিপ্লবির রক্তে রঞ্জিত হবে বন্দুকের বেয়নট
বাধবে দাসত্তের শিকল পথের প্রান্তরে।
তবু চলবে পথিকের পথ চলা নতুন করে,
এই পৃথিবীরই পথে।
হয়তো ভেঙ্গে যাবে সকল রক্তের বন্ধন চূর্ণ হবে শত আশা
ভেঙ্গে যাবে সব এক মুহূর্তে তাসের মতন।
থেমে যাবে প্রানের স্পন্দন এক মুহূর্তে কামানের গর্জনে
নির্বাক রবে সব কিছু শক্তির মহড়ায়।
নিরব রবে সকল মুখের ভাষা যারা জ্বালিয়েছিল আশার প্রদীপ
নিভৃতে কেঁদে ফিরে যাবে বিচারের বানী ।
তবুও চলবে প্রানের স্পন্দন , হবে রক্তের বন্ধন
এই পৃথিবীরই পথে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।