নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সে কোনো নবী, প্রমিথিউস বা কর্মজীবি শ্রমিক
ঘুম ভেঙে আলো করে আবিষ্কার,
প্রত্যুষে জাগরণ স্বভাব তার,
সাদা গেঞ্জী, লুঙ্গির ইউনিফর্মে পথে পথে যাদের কাজের খোঁজ
নিশ্চিত ঘুম ও ক্ষুধার জ্যামিতি দুই সদৃশ ত্রিভূজ
চোখ তার থাকে কেন? অনেকেই অন্ধ বলে
স্বপ্নে মুফতে পেয়ে নেশাগ্রস্ত চাঁদ - ঘুমায় প্রত্যহ,
সে দীর্ঘশ্বাস হতে পারে অন্যদের নেশাগ্রস্ত দেখে
অথবা বাধ্য পথিকের, অনিচ্ছায় এগুতে হবে
একদিন সে আলো নিয়ে ফিরে যাবে নিদ্রিত ঘরে,
অথবা প্রার্থনাগৃহ থেকে ফিরে ফের ঘুমাবে
বিষন্ন কোদালে তুলে নেবে মাটি এবং কাদা
যদিও এদের কেউ সুর্যোদয়ের কমলায় ক্লান্তিহীন গান ধরে
আর কোমল রেখাবটাকে ভাবে দারুণ রূপসী
---
হানিফ রাশেদীনের পৃথিবীর পথে র কবিতার ভাবানুবাদ, পোস্টটিতে মন্তব্য হিসাবে প্রকাশিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।