আদ্যক্ষরা (monogram) (পাকিস্তান আমলের) বর্তমানের প্রবেশদ্বার, আমরা যা first gate হিসেবে চিনি। প্রশাসনিক ভবন কৃষি অনুষদ পশুপালন অনুষদ ভেটেরিনারী অনুষদ মাৎস্যবিজ্ঞান অনুষদ কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ বিজয় ৭১ (মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ) শহীদ বুদ্ধিজীবি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের নামফলক শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) [না কি শিক্ষক-ছাত্র কেন্দ্র?] TSC Road বোটানিক্যাল গার্ডেনের প্রবেশদ্বার কেন্দ্রীয় গবেষণাগার কেন্দ্রীয় মসজিদ কেন্দ্রীয় পাঠাগার কৃষি যাদুঘর স্টেডিয়াম আম্রকানন পানির ট্যাঙ্ক অভ্যন্তরীণ সেতু আন্তঃঅনুষদীয় করিডোর ডেইরী খামার পোল্ট্রি খামার কৃষি সম্প্রসারণ ভবন মাৎস্যবিজ্ঞান গবেষণা পুকুর অভ্যন্তরীণ রাস্তা অভ্যন্তরীণ হ্রদ পদচারণা !!! নিরাপত্তা শাখা কৃষি মাঠ গবেষণাগার বাগান পরিচর্যাকারী ক্লান্ত শ্রমিক বাউকুল উদ্ভাবনকারী ডঃ আব্দুর রহিম স্যারের জার্মপ্লাজম সেন্টারের একাংশ অভ্যন্তরীণ রেললাইন (বহে সমান্তরাল?) শহরমুখী রাস্তা আবাসিক হলের অভ্যন্তরভাগ এক নজরে অভ্যন্তরীণ পথ নির্দেশনা কৃষিই কৃষ্টি, কৃষিতেই সভ্যতার বিকাশ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।