আমাদের কথা খুঁজে নিন

   

চলুন ছবিতে ছবিতে একটা আনন্দ উৎসব থেকে ঘুরে আসি

উপস্থাপনাও করা লাগে... অন্তুর গান কিন্তু শেষ হয় নাই সন্মানিত অতিথিবৃন্দ ও দর্শকদের কিছু অংশ। অন্তু দেখি দর্শকদের দিকে হাতও নাড়ায় তাদের আলাদা করে বসাইতে হয়। জান্নাতিও গাইতে পারে। উজ্জল ও তার সঙ্গী কিন্তু ভালই নাচে.. গরীব সিরাজ কিন্তু জাদুও দেখায়। সাথে আবার মডেল।

গরীব সিরাজ গানও গায়। মঞ্চেই চলছে নাচানাচি। মঞ্চ ও অনুষ্ঠানটি মাতিয়েছেন গরীব সিরাজ। মঞ্চ বাঁকা ছিল। আমাদের কোন দোষ নাই।

এইটার ক্যাপশন তো উপরে দেয়াই আছে। এইটারে নাকি নাটক কয় এই ছবিটা কিন্তু নাটকেরই। বিয়ের পর নতুন বউ জামাই ফুর্তিতে গান ধরেছে। সাথে নাচ ফ্রি নিজেদের পরিচয় দিচ্ছে গ্রামের খেটে খাওয়া নাট্য শিল্পীরা। যিনি কথা বলছেন তিনি কিন্তু বিচারক।

নাটক দেখতে এসে বিচার করছেন কে এবারের সেরা অভিনেতা? সেরা অভিনেতাকে আবার ক্রেস্টও দেয়া হয়। এটা কিন্তু একটা কুইজের ছবি হতে পারে। আসলে অভিনেতা কে? এখন কিন্তু বিচারকই পুরস্কার তুলে দিচ্ছেন। এবার মূল খবর ধুনটে কৃষকের আনন্দ উৎসব অনুষ্ঠিত বগুড়ার ধুনটে কৃষকের আনন্দ উৎসব ২০১১ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল থেকে ভোর রাত পর্যন্ত নানা ধরণের আয়োজনের মধ্যদিয়ে শেষ হয় এ আনন্দ উৎসব।

অনুষ্ঠানের শুরুতে জামাল উদ্দিন কৃষি ও শিক্ষা পদক ২০১১ প্রদান করা হয় স্থানীয় একজন কৃষক ও শিক্ষককে। কৃষি ও শিক্ষা ক্ষেত্রে অনবদ্য অবদানের জন্য তারা এ পদক পান। পদক প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা আতাউল গনি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার্স ইনচার্জ তোজাম্মেল হক, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রোজকলি সিডি সেন্টারের স্বত্তাধিকারী গরীব সিরাজ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সোবহান, টিউলিপ অ্যারোমা’র এমডি আলমগীর হোেেসন বাবুলসহ অনেকে। সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামছুল কাদের কামাল ও নির্বাহি পরিচালক য়পূর্ণ রুবেল শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ধুনট প্রেস ক্লাববের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ। তরুণ কৃষক জাহাঙ্গীর হোসেন জামাল উদ্দিন কৃষি পদক গ্রহন করে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এ পুরস্কার আমার জীবনের অনেক বড় পাওয়া। কৃষি কাজ করেও যে পুরস্কার পাওয়া যায় সেটা কখনও ভাবিনি। ’ প্রধান অতিথির বক্তব্য ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনী বলেন, ‘জামাল উদ্দিন-নূরজাহান ফাউন্ডেশনের এ কার্যক্রমকে আমি স্বাগত জানাই। আমাদের দেশে কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত।

তাদের জন্য এ ধরনের পদক প্রদান সত্যিই অতুলনীয়। ’ পদক প্রদান শেষে নয়া-উল¬াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত একটি প্রয়োজনীয় সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন আহ... এর মনোমুগ্ধ পরিবেশনা অনুষ্ঠিত হয়। মঞ্চে সংগীত পরিবেশন করে চ্যানেল আই ক্ষুদে গানরাজ তারকা অন্তু, স্থানীয় শিল্পী বাচ্চু মিয়া, সম্রাট, জান্নাতিসহ আহ... সংগঠনের শিল্পীবৃন্দ। তারপর মঞ্চস্থ হয় য়পূর্ণ রুবেল এর রচনা ও নির্দেশনায় নাটক ‘দুই গ্যাদা’। নাটকটিতে অভিনয় করেন নুরুল মোমেন বাবুল, শাহ আলী, সাইফুল ইসলাম, জহির মিয়া, সাত্তার, ফোরহাদ, আলম, লতিফ তালুকদার, রেজাউল, সোহেল, আরিফুল ইসলাম, হানিফ মিয়া, নাজমুল, সম্রাট, সুমি, বিউটি ও ফারুক মিয়া।

অনুষ্ঠানটি করতে সহযোগিতা করেছে মুসলিম কালেকশন, টিউলিপ অ্যারোমা, মটর সাইকেল হাট ও কুটুম বাড়ি। আর পুরো ইভেন্টটি বাস্তবায়ন করেছে এক্সট্রা ইভেন্ট অ্যান্ড পিআর। ছবি: আমিনুল ইসলাম শ্রাবন, সাংবাদিক, ধুনট প্রেস ক্লাব  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.