হরিৎ দুপুরের গদ্য হান্নান কল্লোল পার্কের নিসঙ্গ বেঞ্চে শুয়ে বিষণ্ন বিষাদে একটি হরিৎ দুপুর প্রগাঢ় নিদ্রায় ছিলো বিভোর। থমকে দাঁড়িয়ে একমুঠো রোদ্দুর হাতে তার শিথানে বসলাম চুপচাপ। পায়ের তলায় নিয়ত দলিত স্বপ্নরা আমার তার কানে কানে চুপিসারে বলে গ্যালো- শূন্যতাকে আঁকড়ে ধরে জেগে ওঠো একবার। সর্বশেষ জাগরণের পর ছায়াদুপুর ধূসর চোখে নিমেষেই পড়ে নিলো যাপিত জীবনের যাবতীয় ধারাপাত। আমার বুকের মালভূমিতে পারম্পর্যহীনভাবে কষ্টখচিত দুপুর খোদাই করে যেতে লাগলো- বিশ্বজনীন হতে চাইলে নিত্যদিন হও গৃহহীন... অনন্ত মানুষের দিকে চালাও অনিঃশেষ অভিযান... জীবনমরুতেই পল্লবিত করে চলো সৃষ্টির অঙ্কুর... অতঃপর প্রৌঢ়ত্বের মেঘেঢাকা অন্তহীন যৌবনের ভেতর ধীরলয়ে বিলীন হতে থাকলো সেই হরিৎ দুপুর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।