আমাদের কথা খুঁজে নিন

   

হরিৎ ক্ষত

যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।
মানুষটা ঠিক মানুষ নয়, আধেক অন্ধকারে সে একজন ছায়ামাত্র। ছায়াটার গায়ে অনেককালের পুরোনো কাঁঠালচাপার গন্ধে বোঝা যায়, কোন এক কালে নারী ছিল সে- ছায়াটা দূরে সরে যায়- হাঁটার ভঙ্গি বলে দেয়, চাঁদের আলোয় পা কেটেছে তার। ছায়াটা দিগভ্রান্ত পায়ের আঙ্গুল চুঁইয়ে আবীর জোৎস্না সারাপথ ভিজিয়ে রেখেছে ও পথে ও মেয়ে ছাড়া আর কেউ নেই। ছায়াটার মায়া , মেয়েটাকে ঢের ছাড়িয়েছে তার চিহ্ন ছুঁয়ে ছুঁয়ে আমলকী বনে মহামারী মেয়েটার থোপ থোপ অন্ধ করতল দেখে চিনে নেওয়া যায় ও মেয়ে চিরটাকাল অমৃত খুঁজে খুঁজে আজ ফিনফিনে ছায়া ছায়াটার গায়ে বাতাসের খাঁজ বুক জুড়ে তার হরিৎ ক্ষত কষ্টগুলো ক্ষতের গায়ে ঝুলে আছে ঘুঙ্গুরের মত ছায়াটা কেবলই তার ছায়া ফেলে যায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।