আমাদের কথা খুঁজে নিন

   

হরিৎ হৃদয় ঘুমায় কস্তুরী বনে

রাত্রির অন্ধকার চিরে খই রঙা ফিকে আকাশ আমন্ত্রন জানায় হরিৎ হৃদয় বনে দীর্ঘ ক্লান্তি ভেঙ্গে ভ্যাপসা বাতাস হাঁটে মন্থর গতিতে। জোনাকির ঝিলমিল মিছিল থেমে গেছে থেমে গেছে নক্ষত্রের সরব উপস্থিতি কলরব মুখর গুঞ্জরন পপলারের বনে। সাদা চেরী ম্লান মুখে উড়ে যায় জলের ধারে নীলাভ যন্ত্রনা বয়ে। পূবের রঙিন ক্যানভাস, লাইলাক জাগে ভালোবাসার গানে। পাশাপাশি শুয়ে থাকা মৃত হৃদয় ঘূর্ণিপাকে ঘুরে যন্ত্রনাময় জীবনে। অথচ আনন্দ সেতো পাশেই থাকে হাত বাড়ালেই ধরা যায় হরিৎ হৃদয় দূর থেকে আরো দূরে সরে যায় সরে যায় সোনালী স্বপ্নগুলো শুধু নির্বিকার জলমগ্ন যন্ত্রনাময় আকাশ জড়িয়ে রাখে উজ্জ্বল বসন্ত দেখা হয় না দেখা হয় না অপরূপ হাসি শুধু রাগ শুধু গর্জে উঠা, হুংকার ভয়ঙ্কর, অথৈ কাঁপন বুকের তলে ছটফটে কাঠবিড়ালী জীবন উড়ে না মেলে দেয়া মুক্ত পাখায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।