যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. খালেদারে তো হিডি হাডি ঠিক করন যায়, হাসিনা তো মাথার উপ্রে উইটছে! হয়ত নিরক্ষর এই বৃদ্ধা নারীর আঞ্চলিক ভাষার বক্তব্য অনেকের হাসির খোরাক হবে, কিন্তু তৃনমুলের কন্ঠে যে আকুতি আর ভবিষ্যৎদ্বানী ফুটে উঠেছে সেটা কিন্তু একেবারেই ফেলনা নয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।