আমাদের কথা খুঁজে নিন

   

ইউনিভার্সিটিতে স্কুলের যে জিনিসগুলো সবচেয়ে মিস করি

আলুভাজা তাকেই বলে চিপস নাম যার। ১: পেন ক্যারাম/ফাইট : হাই বেনচের ওপর পেন রেখে এই খেলাটা আমার স্কুল জীবনের সবচেয়ে মজার খেলা ছিলো; বাবা মায়ের কাছে এমন পেন কিনে দেবার আবদার করতাম যেটা খুব ভারী। হে হে , ও্ঁরা ভাবতেন ছেলের আমার পড়াশুনোতে কত আগ্রহ। ইউনিভার্সিটিতে হাই বেনচগুলো স্ল্যান্টেড বলে আর এটা জমে না। ২: বুক ক্রিকেট : স্যার ভাবতেন আমরা বই্য়ের পাতা উলটাচ্ছি।

একবার দেখতে পেলেই কেলেংকারী কান্ড। একবার হেড স্যারের ক্লাসে ধরা পড়ে গণসাজা হয়েছিলো। এখানে ওপেন খেললে প্রফেসররাও বসে যান খেলতে কিন্ত সবদিক বা্ঁচিয়ে লুকিয়ে লুকিয়ে খেলতে যা মজা তা আর পাওয়া যায় না। ৩: নিল ডাউন: আমাদের অংক ক্লাসের রোজকার ঘটনা ছিল; স্যার বলতেন "যারা যারা জ্যামিতি বাক্স আনিসনি তারা ক্লাস থেকে বেরিয়ে নিল ডাউন হ", বলা বাহুল্য ৭৫% ছেলে বেরিয়ে যেত (জ্যামিতি বাক্স আনলেও অনেকে বন্ধুদের সাথে গল্প করার সুবিধার জন্য বেরিয়ে যেত)। তখন আবার স্যার বলতেন"যারা যারা জ্যামিতি বাক্স এনেছিস তারা ক্লাস থেকে বেরিয়ে নিল ডাউন হ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.