আমাদের কথা খুঁজে নিন

   

হার্ভার্ড ইউনিভার্সিটিতে বাংলাদেশি

Speak no evil, hear no evil, see no evil.

চমৎকার একটা পরিসংখ্যান পড়ুন: হার্ভার্ড ইউনিভার্সিটিতে এ পর্যন্ত ৩,০৬,২১২ জন পড়ে পাশ করেছেন। (বিল গেটস এবং মার্ক জুকারবার্গ পাশ করার আগেই বের হয়েছেন) এর মধ্যে ২,৫৭,৩৩০ জন আমেরিকান এবং ৪৮,৮৮২ জন বিদেশী। বিদেশীদের মধ্যে বাংলাদেশী হচ্ছেন ৮৯ জন। বাংলাদেশী রা নীচের স্কুল/ডিপার্টমেন্ট গুলোতে পড়েছেন: হার্ভার্ড কলেজ (আন্ডার গ্র্যাজুয়েট) - ২ জন হার্ভার্ড এক্সটেনশন স্কুল - ০ জন হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব আর্ট এন্ড সায়েন্স - ৭ জন হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব ডিজাইন - ২ জন হার্ভার্ড বিজনেস স্কুল - ৯ জন হার্ভার্ড ডিভিনিটি স্কুল - ২ জন হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন - ২ জন হার্ভার্ড কেনেডী স্কুল অব গর্ভণমেন্ট - ৩৬ জন হার্ভার্ড ল' স্কুল - ১১ জন হার্ভার্ড মেডিক্যাল স্কুল - ০ জন হার্ভার্ড স্কুল অব ডেন্টাল মেডিসিন - ০ জন হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ - ১৮ জন হার্ভার্ড র‌্যাডক্লিফ ইন্সটিটিউট ফর আ্যডভান্সড স্টাডি - ০ জন ভারত হতে এ পর্যন্ত ১,৪৪০ জন, পাকিস্তান হতে ৩৩০ জন, নেপাল হতে ৩৭ জনএবং শ্রীলংকা হতে ৯৭ জন পড়েছেন!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.