আমাদের কথা খুঁজে নিন

   

দুর্ধর্ষ গোয়েন্দা মাসুদ রানা একজন জামায়েত কর্মী

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত কি ভাই! অবাক হয়ে গেলেন? অবাক হওয়ার কিছু নাই। একটা বিশেষ পদ্ধতিতে এটা প্রমাণ করা যায়। আগে প্রমাণ করি, তারপর পদ্ধতিটা কোথায় পাওয়া গেছে, সেটা জানাবো। মাসুদ রানা সিরিজটি লেখেন কাজি আনোয়ার হোসেন।

কাজি আনোয়ার হোসেন হলেন সেবা প্রকাশনীর মালিক। সেবা প্রকাশনীর অন্যতম একটা জনপ্রিয় সিরিজ হল তিন গোয়েন্দা। তিন গোয়েন্দার এক সময়ের লেখক ছিল রকিব হাসান। আজকে নয়া দিগন্ত পত্রিকা চোখের সামনে পড়ল, সেখানে দেখলাম, রকিব হাসান নয়া দিগন্ত পত্রিকায় ধারাবাহিক গল্প লেখেন। নয়া দিগন্তকে আমরা জামাতের পত্রিকা বলেই জানি।

অতএব, মাসুদ রানা একজন জামায়েত কর্মী। কোন কিছু প্রমাণ করার এই পদ্ধতিটা হল মাইজভান্ডারিয় পদ্ধতি। গান্জা খাইয়া পীর বাবার পায়ে সেজদা দেওয়ার সময় এটা আবিস্কার করেছে এক মাইজভান্ডারি ব্লগার। সেই মাজভান্ডারি ব্লগারের আনাগোনা দেখতে পাবেন, নিচের লিন্কের পোস্টে- Click This Link Click This Link আর সেই মাইজভান্ডারিকে উৎসর্গ করে নাজিবুল্লাহ ভাইয়ের দেওয়া একটা অসাধারন পোস্ট, যেটাতে প্রকাশ পেয়েছে মাইজভান্ডারি এবং রাজারবাগি সহ সকল ভন্ড পীরদের কুকির্তি. ভারত উপমহাদেশের নামধারী সুন্নী ও অপরাপর সুন্নী গ্রুপের (দেওবন্দী, সৌদী ওহাবী)মাঝে বিদ্যমান মতপার্থক্যসমূহ (নাজিবুল্লাহ ভাইয়ের সামুর আইডি রাজারবাগিরা হ্যাক করে সমস্ত পোস্ট মুছে দিয়েছিল, তাই আমার ব্লগের লিন্ক দিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.