আমাদের কথা খুঁজে নিন

   

অবহেলা

বয়সের ভারে নুব্জ আমি ক্ষুব্ধ সদাই/বহুকাল ধরে ব্যাস্ত, এখন শূণ্য সরাই/লড়াই লেগেছে নতুন পুরোন যত আছে অভিজ্ঞতা/বদলে যাওয়ার বহর এত যে ভুলছে স্বয়ং সখা। বন্ধুরে! আর কত পোড়াবি মোরে বল শত দলে তুইই তো আমার একটি পদ্মফুল! এত এত গোলাপ গাঁদা কদম শুধু তুইই কেন কাঁটা হয়ে ফুটোস আমায় শুধু আমাতেই কেন খেলিস অহি নকুল! বেলা বয়ে যায়. তোর দিনযে এখনো যুবা, আঁধার নামেনি, নামেনা সহসা তোর তরে তবু কেন খিল দিস? আমায় দেখে তোর দোরে, কেন আমাতেই তোর বিষাদ, আমাতেই তোর রাজ্যের ক্লান্তি ধরে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।